চাও যদি সুন্দর পৃথিবী-Chao Jodi Sundor Prithibi Gojol
কথা ও সুরঃ আইনুদ্দিন আল আজাদ রাহ.
চাও যদি সুন্দর পৃথিবী
হও
চাও যদি সুন্দর পৃথিবী
যদি চাও নির্মল প্রবাদ রবি তবে ভুলে যাও
তবে ভুলে যাও বিলাসী জীবন
জীবনের মায়া সবি
চাও যদি সুন্দর পৃথিবী
হও
চাও যদি সুন্দর পৃথিবী
যদি চাও দেখতে মায়ের হাসি
পড়তে হবে গলায় ফাঁসি
যদি চাও দেখতে মায়ের হাসি
পড়তে হবে গলায় ফাঁসি
তবে জীবনের মায়া ভুল
ভুলে যাও রাত মাধবী
চাও যদি সুন্দর পৃথিবী
হও
চাও যদি সুন্দর পৃথিবী
চাও যদি সোনালী যুগ পেতে
চেষ্টা করো তুমি মানুষ হতে
চাও যদি সোনালী যুগ পেতে
চেষ্টা করো তুমি মানুষ হতে
তবে পাবে আসল জীবন
মুক্তির সোনার চাবি
চাও যদি সুন্দর পৃথিবী
হও
চাও যদি সুন্দর পৃথিবী
হয়তো বা আসবে অকালে মরণ
ঝড়ে যাবে লাখো জীবন
হয়তো বা আসবে অকালে মরণ
ঝড়ে যাবে লাখো জীবন
তবে জীবনের বিনিময়ে
আসবে সেই পৃথিবী
চাও যদি সুন্দর পৃথিবী
হও
চাও যদি সুন্দর পৃথিবী
যদি চাও নির্মল প্রবাদ রবি
তবে ভুলে যাও
তবে ভুলে যাও
বিলাসী জীবন
জীবনের মায়া সবি
চাও যদি সুন্দর পৃথিবী
হও
চাও যদি সুন্দর পৃথিবী
হও
চাও যদি সুন্দর পৃথিবী