বিপ্লব মানে জীবন দেয়া-Biplob Mane Jibon Deya Gojol
কথা ও সুরঃ আইনুদ্দিন আল আজাদ রাহ.
বিপ্লব মানে জীবন দেয়া
বসে থাকা নয়
সে কোনো দিন আসবে নারে
করো যদি ভয়
আসবে বিজয় রক্ত আর
জীবনের বিনিময়
লড়ায়ের ঐ ময়দানেতে যেতে
তোমাকে হবে
প্রয়োজনে সব রক্ত টুকু
জমিনেই ঢেলে দেবে
ওদের করতে নাস্তানাবুদ
হতে হবে নির্ভয়
কোথা থেকে কোন ভীনদেশী
শকুন আমার দেশে এসে
সেবার নামে বসলো জুড়ে
মীর জাফরের বেশে
প্রতারনার ঐ ফাদে পড়ে মোরা
জীবন করেছি খয়
আপনার মতামত লিখুন