কথা ও সুরঃ আইনুদ্দিন আল আজাদ রাহ.

তার নিয়ামতের শুকরিয়া 

কেমনে আদায় করি ।

তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তার নিয়ামতের শুকরিয়া 

কেমনে আদায় করি ।

তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


যায় যে দিকে এই দুটি চোখ

দেখি মহিমা......

তার নিয়ামতের এই জগতে হয় না উপমা


যায় যে দিকে এ দুটি চোখ

দেখি মহিমা....

তার নিয়ামতের এই জগতে হয় না উপমা


তাই দমে দমে এই জবানে

সেই না মিশ্বরী

তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তার নিয়ামতের শুকরিয়া 

কেমনে আদায় করি ।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


খাদ্য হীনের দাও গো খাবার দুঃখি জনের সুখ

রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ


খাদ্য হীনের দাও গো খাবার দুঃখি জনের সুখ

রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ


তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন ও তরী।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তার নিয়ামতের শুকরিয়া 

কেমনে আদায় করি ।

তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।


তাই বারে বারে

ঐ কদমে লুটিয়ে পড়ি।

জনম দুঃখী মা কে নিয়ে গান | মায়ের কান্দন | আবু উবায়দা | Mayer Kandon
মসজিদে যেতে বাধা দিও না আমায় লিরিক্স-Mosjide Jete Badha Diyona Amay
আমার পৃথিবী আলো ঝলোমল লিরিক্স
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত | Shoro Ritur Desh | মাহজুবা
বন্ধু তুমি নেমেছো কোন পথে | Bondhu | Bangla Song |
Hasbunallah। হাসবুনাল্লাহ। Iqbal Mahmud। Elias Amin। Kalarab
পায়ে হেঁটে হজ্ব করায় আল্লাহ খুশী হয়- Paye Hete Hajj koray allah khushe hoy
শোনো মোমিন ঈমানদার-Shono Momin Imandaa
আছে কিছু মানুষ এই সমাজের মাঝে - Ache Kichu Manus ai somajer maje
কারবালার সেরা গজল - Baby Najnin - কাঁদে আসমান জমিন - New Muharram Kalam