কথা ও সুরঃ আইনুদ্দিন আল আজাদ রাহ.
তার নিয়ামতের শুকরিয়া
কেমনে আদায় করি ।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তার নিয়ামতের শুকরিয়া
কেমনে আদায় করি ।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
যায় যে দিকে এই দুটি চোখ
দেখি মহিমা......
তার নিয়ামতের এই জগতে হয় না উপমা
যায় যে দিকে এ দুটি চোখ
দেখি মহিমা....
তার নিয়ামতের এই জগতে হয় না উপমা
তাই দমে দমে এই জবানে
সেই না মিশ্বরী
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তার নিয়ামতের শুকরিয়া
কেমনে আদায় করি ।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
খাদ্য হীনের দাও গো খাবার দুঃখি জনের সুখ
রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ
খাদ্য হীনের দাও গো খাবার দুঃখি জনের সুখ
রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ
তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন ও তরী।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তার নিয়ামতের শুকরিয়া
কেমনে আদায় করি ।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
তাই বারে বারে
ঐ কদমে লুটিয়ে পড়ি।
আপনার মতামত লিখুন