মাদরাসা জিন্দা রাখো...
(মুহিব খাঁন)
মাদরাসা জিন্দা রাখো (২)
মাদরাসা গড়ে মুসলিম
জাতিকে জিন্দা রাখ
মাদরাসা গড়ে বাংলাদেশটাকে স্বাধীন রাখো। (২) ঐ
ইংরেজ তাড়িয়েছি মোরা মাদরাসা গড়ে
তাই মাদরাসাতে স্বাধীনতার পতাকা উড়ে। (২)
এই দেশটা যে চতুর্দিকে দুশমনে ঘেরা
সেই দুশমনেরে হতে জয়ী মাদরাসা দেবে নাকো। (ঐ)
আজ জিহাদের আওয়াজ উঠে মাদরাসা থেকে
তাই ইহুদী- নাসারা কাঁপে মাদরাসা দেখে।
বদনাম করে মাদরাসাকে রুখা যাবে না
হয়রানি করে মাদরাসাকে রুখা যাবে না
মাদরাসা থেকে হবে আরো বিপ্লবী লাখো লাখো। (ঐ)
এই মাদরাসা ছড়াবে আলো ভ্রান্ত সমাজে
ইসলামকে জাগাবে সারা দুনিয়ার মাঝে।(২)
জাহান্নামের আগুন থেকে রেহাই চাও যদি
মাদরাসা গড়ে মানুষেরে জান্নাতের পথে ডাকো।
মাদরাসা জিন্দা রাখো
মাদরাসা গড়ে মুসলিম
জাতিকে জিন্দা রাখো
মাদরাসা গড়ে বাংলাদেশটাকে স্বাধীন রাখো।