কথা ও সুরঃ আইনুদ্দীন আল-আজাদ 

আমি চাই মানুষের মত মানুষ হয়েই বাঁচুক সবে

আমি চাই নুন-ভাত হলেও সকলেই পাক সমানভাবে।(৩)

আমি চাই ঐ পশুদের রক্ত খেতে,

কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে।(৩) ঐ

আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির হুঙ্কার।

আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার। (২)

আমি চাই গদি বদলের পঁচা অভিনয় দূর হয়ে যাক। (২)

আমি চাই সংসদটা অচল হয়ে দুর্বা জ্বালাক।(২) ঐ

আমি চাই ভার্সিটি নামে বেশ্যাখানায় আগুন দিতে,

যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। (২)

আমি চাই পেট্রল ঢেলে পুড়িয়ে দেই ঐ বালাখানা,

যেখানে গরীব দুঃখীর এতোটুকু ঠাঁই হবেনা। (২) ঐ

আমি চাই বদমাশগুলোর টাই খুলে দাও জুতার মালা।

আমি চাই গুড়িয়ে দিতে ভন্ডামীর ঐ মাজারগুলা। (২)

আমি চাই এক কবরে করতে দাফন পীর-মুরিদী,

হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরোবধি।(২) ঐ

আমি চাই উলঙ্গ বেহায়াপনার ঐ ঘাটিতে,

পরমানু হামলা করি সিনেমার এফডিসিতে।(২)

আমি চাই সভ্য হয়ে বজ্রকন্ঠে যুবসমাজ,

সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। (২) ঐ

আমি চাই মদের আসর নেশার ডিব্বায় লাথি দিয়ে

ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। (২)

আমি চাই কান্নার রোল আসবেনা আর কারো কানে।

আমি চাই মাতবে ধরা শান্তি সুখের গানে গানে।(২) ঐ


আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স -Ami Chad Ke Boli Tumi Sundor Nou Lyrics
মুহাম্মাদের সা. দল লিরিক্স | MOHAMMADER DOL Lyrics
নামাজ হলো মি’রাজ লিরিক্স-Namaj Holo Miraj Lyrics
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর লিরিক্স- Ma chhara duniyay Lyrics
আবার যুদ্ধ হবে লিরিক্স-জাগ্রত কবি মুহিব খান
ওগো প্রাণো প্রিয় নাবি লিরিক্স-Ogo Prano Priyo Nabi
আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি রহমান লিরিক্স
প্রতিটি শিশুই ফুলের কলির মতোই | Swapno Choriye Daw lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
Allah Bolo - Kalarab | হৃদয়গ্রাহী ঘটনায় ইসলামী সঙ্গীত | Touching Story | Bangla Islamic Song
এ মন যেতে চায় | Baby Najnin | মদিনা নিয়ে সেরা গজল | New Islamic Gojol