আবার যুদ্ধ হবে...

( মুহিব খান) 

------------------

যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়,

যদি আমার মাটির ধন-সম্পদ লুটে নিতে কেউ চায়,

যদি আমার সাগরে আমার পাহাড়ে ভেড়ায় লোভের চোখ,

আমি প্রতিবাদে জ্বলে উঠবোই তবে যা হবার তাই হোক,

এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা,

এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা,

কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে ............

আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে... 

আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে... (২)

যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে,

রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে।

দুশমন যদি খর্গ চালায় নকল বন্ধু সেজে,

কালুরঘাটের দৃপ্ত ঘোষণা আবার উঠবে বেজে।

সেই স্বাধীন বাংলা বেতারকেন্দ্র আবার গর্জে উঠবে।

আর বাংলা মাটির সূর্যসেনারা রাইফেল হাতে ছুটবে।

হোক নমাস কিংবা নবছর, জাতি জীবন মরণ লড়াই করে

মুক্ত রবে....

আবার যুদ্ধ হবে… আবার যুদ্ধ হবে

আবার যুদ্ধ হবে… আবার যুদ্ধ হবে...(২)

যদি ইটপাথরের দুর্গ দেয়াল ভেঙ্গে ভেঙ্গে যায় পড়ে

শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলবো গড়ে

যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে,

সেই ভাঙ্গা কেল্লায় উড়াবো নিশাণ আবার নতুন করে।

এই মুসলমানের অভয়ারন্যে কাউকে দিবোনা ঢুকতে,

মোরা পাথরের নয় পাজরের বাঁধ গড়বো তাদের রুখতে

কোন তাবেদার কোন গাদ্দার যদি মীর জাফরের সেই কালোপথ মাড়ায় তবে.... 

আবার যুদ্ধ হবে...আবার যুদ্ধ হবে…

আবার যুদ্ধ হবে...আবার যুদ্ধ হবে… (২)

মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারী

কোন শৃঙ্খল , কোন অবরোধ , কোন হুমকি বা হুশিয়ারী 

এই পৃথিবীর বুকে বন্ধু সবাই , প্রভু নয় কেউ কারো 

দখল শোষণ উৎপীড়নের সব পাঁয়তারা ছাড়ো

মোদের ইতিহাস আছে সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন

এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য

যদি জলস্থল কিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাঁধার শিকল পড়ায় তবে.......

আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...

আবার যুদ্ধ হবে... আবার যুদ্ধ হবে...(২)

কথা ও সুরঃ মুহিব খান



জনতার খোলা চিঠি-কবি মুহিব খান
জিহাদ মানে সংগ্রাম জাগ্রত কবি মুহিব খান-Jihad mane songram lyrics
দিন বদলের দিন এসেছে-জাগ্রত কবি মুহিব খান - din badoler din by muhib khan
সত্যের সংগ্রামে ফোটা ফুল লিরিক্স | Sotter Songrame Fota Ful Lyrics
ইসলামী হুকুমত-কবি মুহিব খান
তোলো তাকবীর লিরিক্স- মুহিব খান