মোরা মুহাম্মদের (সা.) উম্মত

(মুহিব খান)

মাদ্রাসা পড়ে যে, কিবা স্কুল কলেজে

কিবা ভার্সিটির ষ্টুডেন্ট,

পাগড়ী জুব্বা ধরে, স্যুট কোট টাই পড়ে,

পাঞ্জাবী কিবা শার্ট-প্যান্ট,

কেউবা আওয়ামীলীগ,বিএনপি, তাবলিগ, 

জামাত বা আর কোন দল, 

কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, 

কেউ থামে কেউ বলে চল, 

যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, 

ভিন্ন মতের সংঘাত......

{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।

ও..ও....

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)

কেউ পথে, কেউ ঘরে, কেউ পড়ে, কেউ লড়ে, 

কেউ খেলে, কেউ লিখে যায়,

কেউ করে প্রেমপ্রীতি, কেউ ধরে সংস্কৃতি, 

কেউ মাঠে,কেউ মিডিয়ায়,

কেউ মুখে দাড়ী রাখে, কেউ ক্লিনসেইভ থাকে,

কেউ করে ভুল, কেউ ঠিক,

কেউ শুনে, কেউ মানে, কাউকে বা যম টানে,

কেউ ভীতু, কেউ নির্ভীক,

সত্যকে কেউ খুঁজে, কেউ সহজেই বুঝে, 

কেউ করে বেশী উৎপাত.....

{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।

ও..ও....

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)

কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ,

সাদা কালো ধনী অসহায়, 

আদর্শবান কেউ, আল্ট্রামডার্ন কেউ,

ভেসে চলে যুগের হাওয়ায়, 

কেউ পরহেজগার, কেউবা গুনাহগার, 

কেউ ভালো-মন্দের সন্ধি, 

কেউ সত্যের কাছে, কেউবা এখনো আছে 

বিজাতীর চেতনায় বন্দি, 

এক সাথে চলো সবে, ঐক্যের অনুভবে, 

ভুলে সব শ্রেনী-জাতপাত....... 

{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।

ও..ও....

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)

কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী,

বুকে পিঠে চে'র ছাপ চিত্র ;

কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন,

কেউবা ম্যারাডোনার মিত্র।

কারো বা নেপলিয়ন, আইনষ্টাইন,ডারউইন, 

গোর্কি, মার্কটোয়েন, নিউটন;

কারো বা সক্রেটিস- এরিস্টটল, কারো লেলিন, স্টালিন কিবা নিক্সন।

কারো বা শেক্সপিয়ার, কিবা কারো নজরুল,

কিবা কারো রবীন্দ্রনাথ........

{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।

ও..ও....

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)

বুদ্ধিটা কারো পাকা, কারো সোজা কারো বাকা, 

কেউ তর্কের পথে চলছে।

কেউ সত্যের পথে, মিথ্যার কেউ রথে,

কেউবা শেখানো বুলি বলছে।

কারো চোখ কুরআনে, কেউ ইয়ারফোন কানে, 

সারাদিন বকবক শুনছে।

কেউ মসজিদে চলে, কেউবা সিনেমা হলে, 

কেউ মরনের দিন গুনছে।

যে কথাই যে বলুক, যে পথেই যে চলুক, এক

পরিচয় সব কাধ।

{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।

ও..ও....

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)

মত - পথ - পরিচয়, হয়তোবা এক নয়, 

যার বুকে আছে ইসলাম।

ঐক্যের অনুভবে, তাকেই করতে হবে,

সত্যের পথে সংগ্রাম।

এর ওর মতবাদ, আজ থেকে সব বাদ,

নামাজটা পড়ো দৈনিক।

বুকে ধরো কুরআন, আমরা মুসলমান,

মুহাম্মাদের সৈনিক।

ইথারে ইথারে আজ, ছড়াও এই আওয়াজ,

দিকে দিকে দাও সংবাদ.........

{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।

ও..ও....

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)

মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মাদ,

বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মাদ।

শান্তি সাম্য আর সম্পৃতি কাকে বলে শেখালেন যে মুহাম্মাদ,

বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মাদ।

সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ যে মুহাম্মাদ,

যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর, সৈনিক যে মুহাম্মাদ।

মাটির কুটিরে বসে পরাশক্তির ভীত নাড়ালেন যে মুহাম্মাদ,

ক্ষুধার্থ সম্বলহীন সাথীদের নিয়ে দাড়ালেন যে মুহাম্মাদ।

বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, 

অবাক তাকিয়ে দেখে বিশ্ব,

তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, 

আমরা সেই নেতার শিষ্য।

ও...ও......

{সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।

ও..ও....

সবাই মিলাও হাতেহাত, মোরা মুহাম্মাদের (সা) উম্মত।} (২)

এলবামঃ "আবার যুদ্ধ হবে"

ভাবতে যখন বসি দুচোখ বুজে সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে । ভাবতে যখন বসি । জাইমা নূর
সাগরে তুফান ঝড়ে বহমান Sagorer Dheuer । Nawshad Mahfuz
ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে লিরিক্স- khuti hin nil akash lyrics
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে-Allah Allah Bolo Mukhe Mukhe Gojol Lyrics
আকাশের তাঁরাগুলো যদি নিভে যায় | মাকে নিয়ে অসাধারণ একটি গজল ।
কুরআন চলার সাথী-Quran Cholar Sathi
কোনো একদিন শুনবে তোমরা হয়তো-Kono Ekdin Shunbe Tomra Hoyto
আল্লাহ মহান তুনি মালিক করি তোমার গুনগান-allah mohan tumi malik kori tomar gunogan
স্বাধীনতা দিবস স্পেশাল - Baby Najnin - ধনধান্য পুস্প ভরা - Best Independence Day song
দরিয়ায় তুফান ভারী | Baby Najnin | সুন্দর একটি মানকাবাত | New Gous Pak Gojo