বলতে পারো কার তুলিতে

- কলরব শিল্পীগোষ্ঠী

বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল (২)

ফুল-ফসলে কে সাজালো শাপলাফোটা বিল !  (২) ঐ

আকাশ ভরা তারার মেলা ঝিলিমিলি আলো

রোজ বিহানে সোনা রবি ঘুচায় নিকষকালো। (৩)

কার ইশারায়..... আ...আ...আয়.. 

কার ইশারায় তারায় তারায় হয় না রে অমিল। 

ফুল-ফসলে কে সাজালো শাপলাফোটা বিল !  (২) ঐ

কে দিলো ঐ পাখির গলে মিষ্টি মধুর তান

শুনে তারই তান যে সবার জুড়ায় মনও প্রাণ! (৩)

কার প্রেমেতে....  এ...এ....এ.... 

কার প্রেমেতে পাগলপারা বসন্তের কোকিল?

ফুল-ফসলে কে সাজালো শাপলাফোটা বিল? (২) ঐ

কার পরশে হৃদয়জুড়ে এতো ভালোবাসা

জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা ? (৩)

কার মায়াতে...... এ....এ....এ......

কার মায়াতে মনে মনে হয় রে এতো মিল।

ফুল-ফসলে কে সাজালো শাপলাফোটা বিল ! (২) ঐ

মদিনায় ফুটলো প্রেমের ফুল লিরিক্স-Madinay Futlo Premer Ful
মেঘের পাখায় ভর করে এলোরে রমজান লিরিক্স
ও রে নিশি গন্ধ্যা লিরিক্স - Ore Nishi Gondha Lyrics
ফুলের মত সুরভিত করে দিও আমার জীবন লিরিক্স
কারবালার সেরা গজল - Baby Najnin - কাঁদে আসমান জমিন - New Muharram Kalam
মুক্তির পয়গাম কুরআন লিরিক্স
Hasbunallah। হাসবুনাল্লাহ। Iqbal Mahmud। Elias Amin। Kalarab
নতুন ইসলামী সংগীত । Priyo Banda । প্রিয় বান্দা | Arif Arian Kalarab
জাগো জাগো সব মুজাহিদ দল লিরিক্স- Jago jago sob mujahid dol lyrics
মাকে নিয়ে প্রবাসীদের কষ্টের গান । Ogo Prio Ma । Muhammad Badruzzaman | Bangla Gojol