বলতে পারো কার তুলিতে
- কলরব শিল্পীগোষ্ঠী
বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল (২)
ফুল-ফসলে কে সাজালো শাপলাফোটা বিল ! (২) ঐ
আকাশ ভরা তারার মেলা ঝিলিমিলি আলো
রোজ বিহানে সোনা রবি ঘুচায় নিকষকালো। (৩)
কার ইশারায়..... আ...আ...আয়..
কার ইশারায় তারায় তারায় হয় না রে অমিল।
ফুল-ফসলে কে সাজালো শাপলাফোটা বিল ! (২) ঐ
কে দিলো ঐ পাখির গলে মিষ্টি মধুর তান
শুনে তারই তান যে সবার জুড়ায় মনও প্রাণ! (৩)
কার প্রেমেতে.... এ...এ....এ....
কার প্রেমেতে পাগলপারা বসন্তের কোকিল?
ফুল-ফসলে কে সাজালো শাপলাফোটা বিল? (২) ঐ
কার পরশে হৃদয়জুড়ে এতো ভালোবাসা
জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা ? (৩)
কার মায়াতে...... এ....এ....এ......
কার মায়াতে মনে মনে হয় রে এতো মিল।
ফুল-ফসলে কে সাজালো শাপলাফোটা বিল ! (২) ঐ