চিনলি না রে মন

-জাগ্রত কবি মুহিব খান

---------------------

যার করুণায় জীবন সবার যার হাতে মরণ,

যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন,

চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন,

ও তুই করলি না স্মরণ তাহারে করলি না স্মরণ,

যার ইশারায় ঢেউ খেলে যায় ভরা নদীর বাকে,

মৌমাছিরা মধু খেয়ে জমায়রে তার চাকে,

দোয়েল কোয়েক বুলবুলি আর পিউপাপিয়া ডাকে,

গোলাপ বকুল শিউলি পলাশ ফোটে শাখে শাখে,

রোজ হাশরে কবর ফেড়ে উঠবি রে যার ডাকে,

ভবের খেলায় সব হারিয়ে খুজলি না মন তাকে,

দুই জাহানের মালিক সে যে সেই চির আপন,

চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন,

ও তুই করলি না স্মরণ তাহারে করলি না স্মরণ।

কোথায় কখন কোন কারণে কে থাকে কার পাশে,

কোন পিপড়ায় ঘর বেধেছে কোন মাঠে কোন ঘাসে,

কোন বাতাসের কোন সে ধূলা ঢুকলো রে কার শ্বাসে,

কোন কবরে কোন সে শিয়াল মুখ দিল কার লাশে,

কুদরতি নয়নে যাহার সকল কিছুই ভাসে,

আড়াল হতে দেখে দেখে মুখ টিপে সে হাসে,

কেমনে বুঝিবি তাহার কর্মের ধরণ,

চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন,

ও তুই করলি না স্মরণ তাহারে করলি না স্মরণ।

থাকতে সময় ঠিক হয়ে যা ওরে ও পথভোলা,

ভুল পথে পা বাড়িয়ে জীবন করিস নে আর ঘোলা,

সম্মুখে তোর রাস্তা এখন দুইটা আছে খোলা,

দেখে শুনে তুই বেছে নে কোন পথে তোর চলা,

শেষ বিচারে না চাস যদি জাহান্নামের জ্বালা,

তওবা করে হয়ে যা রে আল্লাহ রাসুল ওয়ালা,

মহান প্রভূর দরবারে কর আত্বসমর্পণ,

চিনলি না রে মন তাহারে চিনলি না রে মন,

ও তুই করলি না স্মরণ তাহারে করলি না স্মরণ।

Bangali Musolman I বাঙ্গালী মুসলমান I জাগ্রত কবি মুহিব খান
জিহাদ মানে সংগ্রাম জাগ্রত কবি মুহিব খান-Jihad mane songram lyrics
মোরা মুহাম্মদের (সা.) উম্মত লিরিক্স-Muhammader Ummat-জাগ্রত কবি মুহিব খান
কবি মুহিব খান এর বয়স, শিক্ষা ও জীবনী - - Poet Muhib Khan's Age, Education and Biography -
জনতার খোলা চিঠি-কবি মুহিব খান
ইসলামী হুকুমত-কবি মুহিব খান
মাদরাসা জিন্দা রাখো লিরিক্স-Madrasa Zinda Rakho Mohib Khan
যার করুণায় জীবন সবার যার হাতে মরণ লিরিক্স-Jar korunay jibon sobar
সত্যের সংগ্রামে ফোটা ফুল লিরিক্স | Sotter Songrame Fota Ful Lyrics
তাবলীগ তাবলীগ চলে-কবি মুহিব খান
আবার যুদ্ধ হবে লিরিক্স-জাগ্রত কবি মুহিব খান
তোলো তাকবীর লিরিক্স- মুহিব খান