তোরা মার্কিনী সেই পণ্য
-মুহিব খাঁন
---------------------
তোরা মার্কিনী সেই পণ্য কিনে
হোস নে গুনাহগার (২)
যার মূল্য দিয়ে করছে তারা
অস্ত্র আবিস্কার। ঐ
ওরে দশ টাকাতে পানির বোতল
দিচ্ছে ওরা তোকে
আবার সেই টাকাতেই মারছে গুলি
মুসলমানের বুকে।(২)
বিশ্বজুড়ে মজলুমেরা
মরছে ধুঁকে ধুঁকে, (২)
মুসলমানের ঘর-বসতি
করছে রে চূরমার। (২)
যার মূল্য দিয়ে করছে তারা
অস্ত্র আবিস্কার। ঐ
ওরে কাঠ পোড়ানো কয়লা দিয়ে
মাজবি তোরা দাঁত
তবু ওদের দেয়া টুথপেস্টে
আর দিবিনা হাত।(২)
ওদের খাবার ওদের পোষাক
আজ থেকে সব বাদ!(২)
তোরা করিস নে ক্রীম,তেল,পাউডার,
সাবান ব্যবহার.. (২)
যার মূল্য দিয়ে করছে তারা
অস্ত্র আবিস্কার। ঐ
ওরে পাকা লেবুর শরবতে তুই
তরতাজা কর প্রাণ
তবু স্প্রাইট, সেভেন-আপ,পেপসি, কোলা
করবি না আর পান। (২)
অর্থনীতির গোড়ায় তাদের
হানরে আঘাত গান।(২)
শক্তিতে হোক চূর্ণ ওরা
কৌশলে খাক মার!(২)
যার মূল্য দিয়ে করছে
তারা অস্ত্র আবিস্কার। ঐ