যার ঋণ কোনোদিন শোধ হয়না-Jar rin kono din shodh hoy na
যার ঋণ কোনোদিন শোধ হয়না..
- কলরব
যার ঋণ কোনোদিন শোধ হয়না,
পৃথিবীতে যার কোনো নেই তুলনা, (২)
সে যে আমার.... পরমদুখিনী মা >(২) ঐ
মায়ের স্নেহ আর ভালোবাসায় আমি
এতো বড় হয়েছি,
তাইতো সবার চেয়ে মাকে আমি
বেশী ভালো বেসেছি।(২)
মা যে আমার জীবন-মরন (২)
মা যে আমার সাধনা। ঐ
সুখে দুঃখে সবসময় আমার
মা কে কাছে পাই
মায়ের আদর পেয়ে ব্যথা বেদনা
সবই ভুলে যাই। (২)
মা যে আমার চির আপন (২)
বড় হবার প্রেরণা। ঐ
আপনার মতামত লিখুন