দিন বদলের দিন এসেছে...
- মুহিব খান
--------------------------------
রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো
দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। (২)
চলতে পথে ঝঞ্ঝা-তুফান আসবে জানি,
তাই বলে কি থমকে যাবে জিন্দেগানী ? (২)
দিক বিজয়ের এই অভিযান থামবে নাকো।
দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। ঐ
সব গোলামীর জিঞ্জিরে আজ কুড়াল মারো,
আর কত চুপ থাকবে,এবার কন্ঠ ছাড়ো । (২)
হাত গুটিয়ে থাকলে বিজয় আসবে নাকো।
দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। ঐ
আর কত কাল বদ্ধ মাতাল থাকবে নেশায়,
থাকবে চেয়ে কোন সুদিনের মিথ্যে আশায় ? (২)
কোন সে জ্বালায় শূন্য থালায় ভিক্ষা মাগো ?
দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। ঐ
হক্ক বাতিলের চলছে লড়াই, চলবে আরো।
জয়-পরাজয় হোক বা না হোক, সামনে বাড়ো । (২)
রক্তচোষার তখতে আগুন জ্বালিয়ে রাখো ।
দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। ঐ
নিঃস্বরা আজ বিশ্ব জয়ের তুলছে আওয়াজ,
মরবে ঈগল চড়ুই পাখির মার খেয়ে আজ। (২)
আসবে ফাগুন, ময়দানে খুন ঢালতে থাকো।
দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো।
রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো,
দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো।