দিন বদলের দিন এসেছে...

- মুহিব খান

--------------------------------

রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো

দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। (২)

চলতে পথে ঝঞ্ঝা-তুফান আসবে জানি,

তাই বলে কি থমকে যাবে জিন্দেগানী ? (২)

দিক বিজয়ের এই অভিযান থামবে নাকো।

দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। ঐ

সব গোলামীর জিঞ্জিরে আজ কুড়াল মারো,

আর কত চুপ থাকবে,এবার কন্ঠ ছাড়ো । (২)

হাত গুটিয়ে থাকলে বিজয় আসবে নাকো।

দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। ঐ

আর কত কাল বদ্ধ মাতাল থাকবে নেশায়,

থাকবে চেয়ে কোন সুদিনের মিথ্যে আশায় ? (২)

কোন সে জ্বালায় শূন্য থালায় ভিক্ষা মাগো ?

দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। ঐ

হক্ক বাতিলের চলছে লড়াই, চলবে আরো।

জয়-পরাজয় হোক বা না হোক, সামনে বাড়ো । (২)

রক্তচোষার তখতে আগুন জ্বালিয়ে রাখো ।

দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। ঐ

নিঃস্বরা আজ বিশ্ব জয়ের তুলছে আওয়াজ,

মরবে ঈগল চড়ুই পাখির মার খেয়ে আজ। (২)

আসবে ফাগুন, ময়দানে খুন ঢালতে থাকো।

দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো। 

রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো,

দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো।

এই দুর্যোগে এই দুর্ভোগে লিরিক্স - Ei Durjoge Ei Durvoge Lyrics
সাদা কাফনে মোড়ালে কেন আমায় লিরিক্স - Shada Kafon Gojol Lyrics
হৃদয় মাঝে মালা গাঁথি -Hridoy Majhe Mala Gathi
আমার নবীর শান- Amar Nabir Shan
শবে বরাতের বাছাইকৃত সেরা ৩টি গজল। Selected Shabe Barat 3 Songs। Best Shobe Borat Gojol
সমাধান চাও যদি লিরিক্স- Somadhan chao jodi lyrics
মারহাবা মুস্তাফা-marhaba mustafa
রমজান নিয়ে নতুন গজল। Khosh Amded Mahe Ramadan। Husain Adnan। Tawhid Jamil। Ramjan New ২০২৪
জিন্দাবাদ জিন্দাবাদ বীর মুজাহিদ জিন্দাবাদ লিরিক্স-jindabar jindabar bir mujahid
আলহামদুলিল্লাহ । জাইমা নূর