কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি
- (কলরব শিল্পীগোষ্ঠী)
কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি
কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী (৩)
বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতার অধীন (২)
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন
কে দিয়েছেন সাগর নদী ভরা এতো জল...?
কার ইশারায় অনন্তকাল পাহাড় অবিচল..?(২)
কার ছোঁয়াতে ফুলকলিরা সুরভী ছড়ায়..?
মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায়...?
কে ঢেলেছেন মায়ের কোলে শান্তি সীমাহীন..?
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন। (ঐ)
কে দিয়েছেন মুখের ভাষা, কণ্ঠ ভরা সুর...?
জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদূর..?(২)
কে পাঠালেন পথ দেখাতে নবীয়ে রহমাত..?
কার করুণায় আমরা পেলাম ঈমানী দৌলত..?
কে দিয়েছেন জীবন বিধান কুর'আনুল কারীম..?
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন। (ঐ)