তোমার নামে তোমার গানে
-(কলরব শিল্পীগোষ্ঠী)
তোমার নামে তোমার গানে,
পিউ পাপিয়া সুর তোলে
তোমার প্রেমে নদীর জলে
বাঁধনহারা ঢেউ দোলে। ঐ
সূর্য্যিমামা রাঙ্গায় ভুবন
মিষ্টি রোদের চুম দিয়ে
জেগে উঠে ভোরের পাখি
শিসে খোদার নাম নিয়ে। (৩)
তোমার নামের কলরবে যায় হৃদয়ের দ্বার খুলে....ঐ
আকাশ ভরা তারার মেলা
জ্যোৎস্না রাতের হাতছানি
বয়ে চলে ভেজা বাতাস
ছুয়ে যায় এই অধরখানি (৩)
তোমার নামের শান্তিনীড়ে সব বিরহ যাই ভুলে...ঐ
আপনার মতামত লিখুন