তোমার নামে তোমার গানে

-(কলরব শিল্পীগোষ্ঠী)

তোমার নামে তোমার গানে,

পিউ পাপিয়া সুর তোলে

তোমার প্রেমে নদীর জলে 

বাঁধনহারা ঢেউ দোলে। ঐ

সূর্য্যিমামা রাঙ্গায় ভুবন 

মিষ্টি রোদের চুম দিয়ে

জেগে উঠে ভোরের পাখি 

শিসে খোদার নাম নিয়ে। (৩)

তোমার নামের কলরবে যায় হৃদয়ের দ্বার খুলে....ঐ

আকাশ ভরা তারার মেলা 

জ্যোৎস্না রাতের হাতছানি

বয়ে চলে ভেজা বাতাস 

ছুয়ে যায় এই অধরখানি (৩)

তোমার নামের শান্তিনীড়ে সব বিরহ যাই ভুলে...ঐ


আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লিরিক্স-Amar Jibon Amar Moron lyrics
এত শহীদ রক্ত ঢালে লিরিক্স - Eto Shohid Rokto Dhale Lyrics
বিশ্ব ইজতেমা নিয়ে নতুন গজল | Ijtemay Cholo | ইজতেমায় চলো | Kalarab | Holy Tune | Iztema Song
এই সেই ঘর লিরিক্স- Ei sei ghor lyrics
গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে - Gan Gai Bole Tai । Nawshad Mahfuz
Hasbi Rabbi Jallallah – My Lord Allah is enough for me
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় লিরিক্স - Je ful jug jugantorey
যদি লিখতে শুরু করি লিরিক্স-Jodi likhte shoro kori lyrics
স্বাধীনতা দাও । Shadhinota Dao
ইসলামি সংগীতের জনপ্রিয় শিল্পী আব্দুল্লাহ আল-মুয়াজ রিফাত - Abdullah Al-Muaz Rifat is a popular artist of Islamic music