জিহাদ মানে সংগ্রাম...

- মুহিব খান

আজ পৃথিবীর দিকে দিকে শুনে জিহাদের ডাক

কেউ জাগে নওজোশ লয়ে,কেউ ভয়ে নির্বাক।

কেউ বলে তাকে মুক্তির পথ,কেউ বলে সন্ত্রাস।

কেউ ভাবে তাকে কল্যাণকর, কেউ বা সর্বনাশ !

পৃথিবীর সব রাষ্ট্রের সব সরকার পেরেশান,

প্রচার মিডিয়া কিছু না বুঝিয়া হয়রান হয়রান।

জিহাদের হয় অপব্যবহার জানি না সে দোষ কার?

আসলে জিহাদ কোরআনে লিখা ফরমান আল্লাহর

জিহাদ শক্তি, জিহাদ মুক্তি, জিহাদ মিথ্যে নয়,

শোষিত পীড়িত মাজলুমানের জিহাদেই আশ্রয়...।

জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়।

জিহাদ হলো ইবাদাত,সংঘাত শুধু নয়। (২)

জিহাদ মানে জিহাদ,তাকে সন্ত্রাস বলো না।

সন্ত্রাস সেতো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। (২)

বদর,ওহুদ,খন্দক হলো সুন্নত নবীজীর 

হামজা,উমর,আলী হায়দার জিহাদের মহাবীর।

জিহাদের ডাকে ধুলায় লুটালো কত উদ্ধত শির

কত মাজলুম শোধ নিল তার তামাম জিন্দেগীর।

ইসলামে তাই জিহাদের সর্বোচ্চ অবস্থান

কভু কিছুতেই জিহাদ ছাড়তে পারে না মুসলমান।

জিহাদ যুদ্ধ,জিহাদ সাধনা,জিহাদ আন্দোলন

চলছে জিহাদ,চলবে জিহাদ যেখানেই প্রয়োজন

কেয়ামত পর্যন্ত জিহাদ রয়ে যাবে অক্ষয়

সন্ত্রাস আর জিহাদের মাঝে ছড়িওনা সংশয়...।

জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়।

জিহাদ হলো ইবাদাত,সংঘাত শুধু নয়। (২)

জিহাদ মানে জিহাদ,তাকে সন্ত্রাস বলো না।

সন্ত্রাস সেতো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। (২)

জঙ্গ যদি হয় যুদ্ধ, তবে যোদ্ধারা হলো জঙ্গী

অভিধান করো শুদ্ধ আর ফেরাও দৃষ্টিভঙ্গি

সন্ত্রাসীদের যোদ্ধা বলে বাড়িও না তার মূল্য

সন্ত্রাসী হতে পারেনা তো কোন যোদ্ধার সমতুল্য

ইন্টারন্যাশনাল টেরোরিজমের মিথ্যে দোহাই দিয়ে

ওরা যুদ্ধ যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে

মিডিয়ায় করে মুসলমানের জিহাদের বদনাম

গোপনে গোপনে ঠিক ঠিক ওরা করছে ওদের কাম

এ ষড়যন্ত্র হয়ো না ভ্রান্ত, এ তাদের অভিনয়

ওরা সন্ত্রাসী তাইতো ওদের জিহাদের এতো ভয়...।

জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়।

জিহাদ হলো ইবাদাত,সংঘাত শুধু নয়। (২)

জিহাদ মানে জিহাদ,তাকে সন্ত্রাস বলো না।

সন্ত্রাস সেতো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। (২)

মিছে অজুহাতে ইরাক ধ্বংস করেছে যে আমেরিকা

অগণন বুকে তারাও জ্বেলেছে ক্রোধের অগ্নিশিখা

এক লাদেনের উসিলায় যারা কেড়ে নিলো আফগান,

তারাই বিশ্ব সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড শয়তান

ফিলিস্তিনের ভূখণ্ড ইজরাইল করেছে গ্রাস

স্বাধীনতাকামী কাশ্মীরে চলে দিল্লীর সন্ত্রাস

বাঁচার জন্য যারাই করছে মুক্তির সংগ্রাম

সন্ত্রাসীরাই দিচ্ছে তাদের সন্ত্রাসী বদনাম

ইতিহাস বলে আঘাতেই প্রতিঘাতের জন্ম হয়

কেন এক হবে সন্ত্রাস আর জিহাদের পরিচয়.....?

জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়।

জিহাদ হলো ইবাদাত,সংঘাত শুধু নয়। (২)

জিহাদ মানে জিহাদ,তাকে সন্ত্রাস বলো না।

সন্ত্রাস সেতো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। (২)

হৃদয় ছোঁয়া মায়ের গজল I O Ma Amar I ও মা আমার
তুমি আছো হৃদয়ের গভীরে লিরিক্স । Tumi Acho Ridoyer Govire Lyrics
মনে মনে যিকির সদা Mone Mone Zikir lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী
খুশির আজ রঙ লেগেছে আকাশে চাদ উঠেছে লিরিক্স
বুলবুলি তুই কোথায় পেলি | Bulbuli Tui | Shahi & Rafi
আমার মায়ের কথা পড়লে মনে | Amar Mayer Kotha | Jaima Noor
Sami Yusuf - You Came To Me LYRICS -সামি ইউসুফ এর গজল
দিবস রজনীতে শূন্য বুকে লিরিক্স
যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে লিরিক্স-Jodi Keu Bujhe Thako lyrics
আল্লাহ কাফি- Allah Kafi