মন উড়ে যায় নীল আকাশে-Mon Ure Jay Nil Akashe

মন উড়ে যায় নীল আকাশে..

- কলরব শিল্পীগোষ্ঠী

মন উড়ে যায় নীল আকাশের

প্রান্ত ছুঁয়ে ডানা মেলে,

স্বপ্নপাখি মেলে আঁখি 

দূর সুদূরে যাওয়ার ছলে। (৩)

ভোর পাখিদের গুনগুন গানে,

ফাগুন আসে মনে মনে..

যায় বহুদূর সুর...,

বাজে সুখেরি নূপুর.. >(২), ঐ

পাল তুলে ঐ মাঝির  সুরে,

বাজে সুখের বাঁশী।

উথালপাথাল ঢেউ তুলে

সে যায়গো সর্বানাশী। (২)

ছন্নছাড়া খেয়ালী মন, >(২)

জোৎস্না রাত দুপুর...

বাজে সুখেরি নূপুর..।  ঐ

বন-বাদাড়ে কাঁপন তোলা উদাসী হাওয়া

ঈশান কোণে পুঞ্জ মেঘের জমকালো ধাওয়া।(২)

তেপান্তরের মাঠ পেরিয়ে..>(২)

চল যাই.. বহুদূর....

বাজে সুখেরি নূপুর...। ঐ

আমি তোমার মতন আপন করে - জাইমা নূর
আমি দেখিনি তোমায় চোখের তারায় -Ami Dekhini Tomay Lyrics সাঈদ আহমদ
দেশটা নয়তো কারো বাপের ভিটা লিরিক্স-Deshta noyto karo baper vita lyrics
রোজ বিহানে একটা পাখি লিরিক্স- Roj bihane ekta pakhi lyrics. মশিউর রহমান
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো- লিরিক্স
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে-Aj Anondo Proti Prane Prane
তুমি এলে কামলীওয়ালা | Tumi Ele Kamliwala lyrics
মরণ নিয়ে গান | DU-DINER DUNIYA | দু'দিনের দুনিয়াটা | IZAFA | ফোক গান | সাইমুম | BANGLA NEW FOLK SONG
চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদেরই দোলায়-chader buri chorka kate chaderi dolay
এমন গজল আগে কোনোদিন শোনেন নি | Baby Najnin | কলমা আমার শান | Kolma Amar Shan