মন উড়ে যায় নীল আকাশে-Mon Ure Jay Nil Akashe
মন উড়ে যায় নীল আকাশে..
- কলরব শিল্পীগোষ্ঠী
মন উড়ে যায় নীল আকাশের
প্রান্ত ছুঁয়ে ডানা মেলে,
স্বপ্নপাখি মেলে আঁখি
দূর সুদূরে যাওয়ার ছলে। (৩)
ভোর পাখিদের গুনগুন গানে,
ফাগুন আসে মনে মনে..
যায় বহুদূর সুর...,
বাজে সুখেরি নূপুর.. >(২), ঐ
পাল তুলে ঐ মাঝির সুরে,
বাজে সুখের বাঁশী।
উথালপাথাল ঢেউ তুলে
সে যায়গো সর্বানাশী। (২)
ছন্নছাড়া খেয়ালী মন, >(২)
জোৎস্না রাত দুপুর...
বাজে সুখেরি নূপুর..। ঐ
বন-বাদাড়ে কাঁপন তোলা উদাসী হাওয়া
ঈশান কোণে পুঞ্জ মেঘের জমকালো ধাওয়া।(২)
তেপান্তরের মাঠ পেরিয়ে..>(২)
চল যাই.. বহুদূর....
বাজে সুখেরি নূপুর...। ঐ