তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

গাট্টি মাথায় পুটলি হাতে,

ডেক পাতিল আর ডেকসি সাথে,

কাতার ধরে পথের ধারে,

যাচ্ছে ক’জন জিকির করে।

শহর কি-বা গ্রামের মানুষ.

গরীব-ধনী নেই কোনো দোষ,

শিক্ষিত বা মূর্খ সবে,

এক কাতারে চলতে হবে।

এই হলো ভাই তাদের নিয়ম,

খাচ্ছে না কেউ অধিক বা কম,

সবাই খাবে এক বাসনে,

উদার মনে, সরল প্রানে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

মসজিদে মসজিদে হয় তারা মেহমান,

থালা বাটি কম্বল লয়ে,

শীত কি-বা গরমে অসুবিধা চরমে,

খুশি মনে নেয় তারা সয়ে।

পথে পথে হেটে যায়,সারাদিন কেটে যায়,

মানুষের পিঠে হাত বুলিয়ে,,

ঈমানের কথা বলে, মেহনতে কৌশলে,

দুনিয়ার নেশা দেয় ভুলিয়ে।

সু-মধুর বয়ানে, হৃদয়ে বয়ে আনে,

সততা আদর্শের শিক্ষা,,

সত্যের পরিচয়, হয় তাতে বিনিময়,

প্রাণে প্রাণে ঈমানের দীক্ষা... 

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তুরাগ পাড়ের ইজতিমায়, লক্ষ মানুষ হাত উঠায়,

চোখের পানি যায় ঝরে, মহান প্রভুর দরবারে।

সংগোপনে কাটতে শির, বদ-দ্বীনি আর গোমরাহীর,

যায় ছড়িয়ে বিশ্বময়, লক্ষ তাঁদের বিশ্বজয়...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

রাশিয়া, চিন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান,

আমেরিকা,বৃটেনের শিকড়ে,

চেয়ে দেখি হতবাক! দ্বীন ঈমানের ডাক,

চুপি চুপি ঢুকে যায় কি করে !!

এভাবেই একদিন, বাতিল হবে বিলীন,

হক্বের গাইবে গান সকলে,

যত হোক আধুনিক, আসবে দুনিয়া ঠিক

দাঁড়ি-টুপি ওয়ালাদের দখলে।

আইফেল টাওয়ারটা ভেঙ্গে যাবে একদিন,

হোয়াইট হাউজের ভীত কাঁপবে..

বাকিংহামের দ্বার, হবে ঘর আল্লাহ্’র,

দিকে দিকে ইসলাম জাগবে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

তাবলীগ তাবলীগ চলে...

যা কিছু করতে চাও লিরিক্স - Ja Kichhu Karte Chhao Lyrics
কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয় লিরিক্স-Qurbani Dao
তাহাজ্জুদের গজল লিরিক্স- জায়নামাজ-Jaynamaz Kalarab
মেরে আকা মুঝে, ফির মদিনে বুলালো নাত-Mere Aqa Mujhe, Phir Madinay Bulalo Naa
ভাবতে যখন বসি দুচোখ বুজে লিরিক্স-Vabte Jokhon Bosi Lyrics
স্বাধীনতা দিবস স্পেশাল - Baby Najnin - ধনধান্য পুস্প ভরা - Best Independence Day song
O Muslim | মুসলিম ঐক্যের সংগীত | Studio Video by Kalarab
আবার আসুক বায়ান্ন লিরিক্স - Abar Asuk Bayanno Lyrics
কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল লিরিক্স-Kon Sahose Chaw Nevate lyrics
দিন বদলের দিন এসেছে-জাগ্রত কবি মুহিব খান - din badoler din by muhib khan