যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন! 

যদি সাড়ে বারো কোটি মুসলমানের হয়ে থাকে এ জমিন!! 

তবে কেন সংঘাত, কিসের বিবাদ, কিসের ভিন্নমত?

ভুলে গেছ কি তোমরা সকলেই এক রাসূলের উম্মত?

এক শরীয়ত, এক কোরআন, এক ঈমান সবার।

কণ্ঠে কণ্ঠে একই শ্লোগান আল্লাহু আকবর।

একই তাওহীদ, একই ইসলাম, একটাই কাবা ঘর।

এক তবু কেন হয় না এখনো তোমাদের অন্তর?

নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন পথ

হবে না, হবে না,হবে না কায়েম ইসলামী হুকুমত।

যদি নিজেদের মাঝে ভ্রাতৃত্বের গড়ে উঠে পরিবেশ

তবে লাগবেনা এত মিছিল,মিটিং, বক্তৃতা, সমাবেশ।

আর লাগবে না এত আহত-নিহত, বিদ্রোহ,বিক্ষোভ

যদি ক্ষমতায় গিয়ে মন্ত্রীত্বের সামলাতে পারো লোভ।

একই চেতনা,একই সাধনা, একই আন্দোলন

মূ্র্খের মত রয়ে যায় তবু নেতাদের আচরণ!

একই মঞ্চে পাশাপাশি তবু ভিন্ন ভিন্ন সাধ

যদিও সবার একই বদনাম-সবাই মৌলবাদ!

নীতিহীন আন্দোলনে কখনো মিলবে না জনমত।

হবে না,হবে না,হবে না কায়েম ইসলামী হুকুমত।

যদি এক ঠিকানার যাত্রী সবাই হয়ে থাকো হে পথিক! 

তব মিছেমিছি কেন ছুটোছুটি করো হারিয়ে দ্বিগবিদিক!

যদি ধর্মীয় রজনীতিতে সবাই হয়ে থাকো এক জোট

তবে ভিন্ন প্রতীকে কেন ভাগ কর নির্বাচনের ভোট?

কেন মজলিস, শাসনতন্ত্র, জামায়াতে ইসলাম?

হতে কি পারেনা এক দাবি নিয়ে সকলেরই এক নাম?

কিসের মোর্চা,কিসের নেজাম, কিসের ঐক্যজোট?

কিছুতেই কিছু হবে না বন্ধু সব ঝুট্- সব ঝুট্

এভাবেই দিন কেটে যাবে শুধু এসে যাবে কিয়ামত। 

হবে না, হবে না, হবে না কায়েম ইসলামী হুকুমত।

যদি মুসলিম হয়ে ইসলাম লয়ে ঝগড়া ফ্যাসাদ করো,

তবে এক কাবা নিয়ে করোনা বড়াই, আরেকটা কাবা গড়ো

যদি ক্ষমতার টানে সম্মুখপানে কদম না দিতে পারো,

তবে স্বার্থান্বেষী হয়ে গেছ, তুমি আজই ইসলাম ছাড়ো়।

অযথাই শুধু ভেঙ্গোনা স্বপন তৌহিদী জনতার

লাখো তৌহিদী জনতা তোমায় দেয়নি সে অধিকার। 

মঞ্চ মাতানো তপ্ত ভাষনে পল্টন কাঁপে ঐ,

পরিণামে হৈহৈ রৈরৈ- নেতাগণ গেল কই?

ধোঁকাবাজদের দেবে না রেহাই জনতার আদালত। 

হবে না, হবে না, হবে না কায়েম ইসলামী হুকুমত।

শুধু দাড়ি টুপিওয়ালা নেতা-কর্মীতে হবে না আন্দোলন

দেশে বাস্তবে কিছু করতেই হলে চাই গনজাগরণ। 

এই ভ্রান্ত সমাজ সামলাতে আগে হতে হবে সামাজিক 

তাই মাটি মানুষ আর মানচিত্রকে বুঝে নিতে হবে ঠিক।

ডাক দিয়ে যাই-সবাইকে তাই, ছাড়ো ভয় সংশয়

সমুখে যাবার সময় এবার,পিছু তাকাবার নয়। 

ছাড়ো ভন্ডামী,নোংরামী যত,গোড়াঁমী হার কিসিম

ময়দান ছেড়ে ভেগোনা কো যদি হয়ে থাকো মুসলিম।

হাতে হাত ধরে যদি নাও সবে বিপ্লবের শপথ

তবে কেন বলো, হবে না কায়েম ইসলামী হুকুমত? 

এদেশে আবার হবেই কায়েম ইসলামী হুকুমত

এ মাটিতে হতে হবেই কায়েম ইসলামী হুকুমত। 

হবে হবে হবে হবেই কায়েম ইসলামী হুকুমত

হবে হবে হবে হবেই কায়েম ইসলামী হুকুমত

একদিন আমি মানুষ ছিলাম লিরিক্স -Ekdin Ami Manush Chilam
বন্ধু তুমি নেমেছো কোন পথে | Bondhu | Bangla Song |
শুদ্ধ করে সালাম শেখো জাইমা নূর-Shuddho Kore Salam Shekho
হৃদয় বীণা তোমার নামে তাসবী জপে শুধু লিরিক্স-Hridoybina Gojol by Humayra Afrin Era
যেখানেই থাকি আমি যেভাবেই রই Shodachari Hoi | Jaima Noor
কতো কষ্টে যায় যে দিন | Naya Provat lyrics | নয়া প্রভাত
কুরবানী কুরবানী - Eid-Ul-Azha Song
ভাইসা গেছে বুকের ধন | Vaisha Geche Buker dhon | Abu Ubayda
বড় ছোট সব গুনাহের হিসেব হবে সকল পাপের লিরিক্স-Hashore | Gazi Anas Rawshan
পথশিশুদের নিয়ে গান । Bondho Duar । খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার