জনতার খোলা চিঠি-কবি মুহিব খান
বাংলাদেশের ডান বাম যত রাজনীতিকের কাছে
আম জনতার কাছ থেকে এক খোলা চিঠি আসিয়াছে।
চিঠি আসিয়াছে... চিঠি আসিয়াছে...
জাতির দস্তখতে চিঠি আসিয়াছে...
খাম খোলা চিঠি... এ কবির মারফতে...
চিঠির পাতায় মুক্ত ভাষায় জনতা লিখেছে কি?
আমি অতিশয় ক্ষুদ্র মানুষ পড়ে তা শুনাচ্ছি...
হুঁহুঁ হুঁহুঁ হুঁ >(২বার)
হুঁহুঁ হুঁহুঁ হুঁ. . . হুঁ. . . হুঁহুঁ হুঁহুঁ হুঁ. .
হোহো হোহো হো. . (২বার)
হোহো হোহো হো. . .হো. . .
হোহো হোহো হো. .
শুরু করিলাম আল্লাহর নামে তিনিই শক্তিমান
তিনি ক্ষমতায় বসান আবার তিনিই টেনে নামান।
আশেপাশে যত স্বার্থান্বেষী আছো হে রাজনীতিক!
সম্মুখে জানাই হাজার সালাম পেছনে জানাই ধিক !
সমুখে পিটাই হাত তালি আর পেছনে ছিটাই থুক !
আশা করি বেশ কুশলেই আছো
(কেড়ে আমাদের সুখ।) >৩বার
হুঁহুঁ হুঁ. . . হুঁহুঁ হুঁ
হুঁ. . . হুঁহুঁ হুঁ >২বার
হোহো হো. . . . হোহো হো. . . .
হো হোহো হো. . . .২ বার
পরসমাচার এই আমরাতো ভাল নেই
তুষের আগুণে দেশ পুড়ছে।
পরাধীন জাতি আর পরাধীন দেশে শুধু
স্বাধীন পতাকাটুকু উড়ছে।
বহু রক্তের দামে গণতন্ত্রের নামে
জাতি পেল পরিবারতন্ত্র
দেরীতে হলেও আজ জেনে গেছে সারা জাতি
তোমাদের সব ষড়যন্ত্র।
ক্ষমতার মসনদে, শাসনের বড় পদে
চিরকাল থেকে যেতে চাচ্ছো..
একে অন্যের ভয়ে, পাগলা কুকুর হয়ে
জনতাকে শুধু কামড়াচ্ছো...
(এভাবে আর নয়, জনতার হবে জয়,
এভাবে এভাবে আর নয় নয় নয় নয়
জনতার হবে হবে জয়।)> ২বার
তোমাদের নেই লাজ তোমাদের প্রতি আজ
জনতা মোটেও নয় খুশি আর...
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার...
জনতার শত্রুরা হুঁশিয়ার... >২বার
জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি
আমাকে করনা তাই দোষী আর। ঐ
উন্নয়নের নামে দুর্নীতি করে দেশ
তোমরাই লুটে পুটে খাচ্ছ।
জনতা কখনো আছে এর কাছে ওর কাছে
তোমরা সে সুবিধাটা পাচ্ছো।
দেশ স্বাধীনের পরে, এতটা বছর ধরে
তোমরা কি দিয়েছো এ দেশকে।
তোমরাত ডুবে আছো ভারত, পাকিস্তান,
আমেরিকা, রাশিয়ার এশকে।
সন্ত্রাস, দুর্নীতি, চাদাবাজী, ভয়ভীতি
তোমরাই পেলে পুষে রাখছো
জাতিকে জিম্মি করে তোমরাই ঘুরেফিরে
সাদা কালো রং পাল্টাচ্ছো..
ও. .ও. .ও. .
(এভাবে আর নয়, জনতার হবে জয়।
এভাবে এভাবে আর
নয় নয় নয় নয়
জনতার হবে হবে জয়।)> ২বার
জনতার রোষানলে সবকিছু যাবে জ্বলে
চলবেনা কালো টাকা পেশী আর...
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার...
জনতার শত্রুরা হুঁশিয়ার... >২বার
জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি
আমাকে করোনা তাই দোষী আর। ঐ
সম্ভাবনার দেশ তোমরা করেছো শেষ
ক্ষমতার হানাহানি দ্বন্দে..
তোমাদের গুণে নয়, আমরাতো বেঁচে আছি
নিজেরা নিজের ভালো মন্দে।
আমরা চাইনি বেশী, একটু সুখেই খুশী
একটু শান্তি সমৃদ্ধি।
কিছুই পারোনি দিতে, ভাষণ বিবৃতিতে
করেছ কেবল কাজ সিদ্ধি !
অভিনয় নয় আরো, এবার রাস্তা ছাড়ো
গুডবাই ডান আর বামরা।
জনতার পরিচয়ে নতুন শক্তি হয়ে
ক্ষমতা চালাবো আজ আমরা।
(এভাবে আর নয়, জনতার হবে জয়।
এভাবে এভাবে আর
নয় নয় নয় নয়
জনতার হবে হবে জয়।)> ২বার
জনতা যখন জাগে তখতে আগুন লাগে,
ক্ষমতা টেকেনা খুব বেশী আর...
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার...
জনতার শত্রুরা হুঁশিয়ার... >২বার
জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি
আমাকে করোনা তাই দোষী আর।
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার...
জনতার শত্রুরা হুঁশিয়ার... >২বার