ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি-Inchi Inchi Mati- Muhib khan lyrics

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা

শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,

কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।

রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি

লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ

ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান

সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

চারোদিকে দুশমন ভেঙ্গোনা ভেঙ্গোনা মন সাহস জমিয়ে রাখ বুকে,

ঈমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে

চারিদিকে গাদ্দার ভিনদেশী রাজাকার সজাগ দৃষ্টি রাখ সবে

সকল মীরজাফর বিদেশী গোলামচর রুখতে তাদের আজ হবে।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ

ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান

সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া

সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাসানী আসে মুজিব ওসমানী ও জিয়া

শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে

সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে পনের কোটি অন্তরে।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান

বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান

এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান।

অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশী

হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিষ্টান সকলেই তো বাংলাদেশী

কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাইয়ে ভাইয়ে রাখ হাত হাতে

সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতী নজির দেখাও দুনিয়াতে।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ

ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান

সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা

শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,

কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।

রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি

লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ

ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান

সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।


মুচকি হাসির হাসনাহেনা লিরিক্স - সাইমুম শিল্পীগোষ্ঠী
আজো সেই কোরআন আছে হাদিস আছে লিরিক্স -Ajo Sei Quran Ache Hadis Ache lyrics
প্রভু গাই তোমার গান লিরিক্স-Provu Gai Tomar Gan
মিস্টার চাপাবাজ । Salman Sadi । Kalarab
যন্ত্রের জাদুকর | JONTRER JADUKAR | ম্লান জোছনা | ABDULLAH AL NOMAN | MLAN JOCHNA |SAIMUM TELE CHOBI
ইস করম কা করুন শুকর কৈসে আদা-Is Karam Ka Karoon Shukr Kaise Ada (Baby Najnin)
নিজেকে চিনতে হলে অবশ্যই গজলটি শুনুন। Baby Najnin - Ki Bole Elam Ki Kore Gelam - Heart Touching Gojol
Ya Nabi Salaam Alaika | ইয়া নবী সালাম আলাইকা | Baby Najnin | প্রান জুড়ানো মিলাদ ও ক্বিয়াম
বন্যার করুন মর্মান্তিক গজল - Baby Najnin - একি বন্যা এলো - New Official Video
এ মন যেতে চায় | Baby Najnin | মদিনা নিয়ে সেরা গজল | New Islamic Gojol