নবীর উম্মত দাবী করো কি করে তুমি-Ummot Dabi Koro Ki Kore Tumi lyrics
গায়ক: মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, মাহফুজুল আলম, তাওহিদ জামিল, আবির হাসান ও ইমরানুল ফারহান
গীতিকারঃ হোসেন নূর
সুরঃ আহমেদ আবদুল্লাহ
নবীর উম্মত দাবী করো কি করে তুমি ?
বল উম্মত দাবী করো কি করে তুমি ? (২)
রাসূলের অপমানে কটূক্তি দেখেশুনে (২)
কেদে না উঠে যদি হৃদয় ভূমি
নবীর উম্মত দাবী করো কি করে তুমি ?
বল উম্মত দাবী করো কি করে তুমি ?
যে মায়ার নবী দিত দ্বীনের দাওয়াত
মুখ বুজে সয়ে যেত পাথরের আঘাত (২)
নিষ্পাপ সে নামে গালি দেয় ওরা
চুপ হয়ে থাকো তুমি কপালপোড়া।
মুসলিম বেশ ধরে অচেতন হৃদ ঘরে
রাসূলের প্রেম যদি না থাকে শুনি,
নবীর উম্মত দাবী করো কি করে তুমি ?
বল উম্মত দাবী করো কি করে তুমি ?
রাসূলের সম্মানে জাগো হে মুমিন,
প্রয়োজনে দাও সপে হৃদয়ও জমিন। (২)
সত্যের পথে যদি প্রাণ দিতে হয়,
বুঝে নিও এ তোমার ঈমানের জয়।
বাতিল নির্মূলে, গর্জে তোমার গলে
গেয়ে না উঠো যদি জাগরণী,
নবীর উম্মত দাবী করো কি করে তুমি ?
বল উম্মত দাবী করো কি করে তুমি ?
রাসূলের অপমানে কটূক্তি দেখেশুনে (২)
কেদে না উঠে যদি হৃদয় ভূমি
নবীর উম্মত দাবী করো কি করে তুমি ?
বল উম্মত দাবী করো কি করে তুমি ?
আপনার মতামত লিখুন