আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি-Amar Jibon Amar Moron lyrics
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি
ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি।
আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল
তুমি শুধুই পারো দিতে শক্তি ও সম্বল।
তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী।।
তুমি কারো হাত কভু ফিরাও না যে যখন হাত তুলেছে
তুমি তাকেও ভোলো না কভু যে তোমাকে ভুলেছে।
তাই দয়াময় দাও গো বক্ষে দ্বীনের অনুভূতি।
তুমি ছাড়া আমার জীবন সর্বদা অচল
তোমার মদদ থাকলে পাশে আমি যে সবল।
আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী।।