আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি-Amar Jibon Amar Moron lyrics

আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি

ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি।


আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল

তুমি শুধুই পারো দিতে শক্তি ও সম্বল।

তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী।।


তুমি কারো হাত কভু ফিরাও না যে যখন হাত তুলেছে

তুমি তাকেও ভোলো না কভু যে তোমাকে ভুলেছে।

তাই দয়াময় দাও গো বক্ষে দ্বীনের অনুভূতি।


তুমি ছাড়া আমার জীবন সর্বদা অচল

তোমার মদদ থাকলে পাশে আমি যে সবল।

আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী।।

মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স -Mawlar Eshke Jale Agun
কবর পথের যাত্রী তুমি Kobor Pother Jatri Tumi
যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না লিরিক্স-Jete Hobe khali hate lyrics
তোমাদের তরে আমার একটি অনুনয় লিরিক্স-Tomader Tore Ekti Onunoy lyrics
জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায় লিরিক্স-jolse agun a buk jhure lyrics
আমি চাই মানুষের মত লিরিক্স-আইনুদ্দীন আল-আজাদ
আইনুদ্দীন আল-আজাদ (রহঃ) এর জীবনী-Biography of Ainuddin Al-Azad (RA)