আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি-Amar Jibon Amar Moron lyrics

আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি

ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি।


আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল

তুমি শুধুই পারো দিতে শক্তি ও সম্বল।

তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী।।


তুমি কারো হাত কভু ফিরাও না যে যখন হাত তুলেছে

তুমি তাকেও ভোলো না কভু যে তোমাকে ভুলেছে।

তাই দয়াময় দাও গো বক্ষে দ্বীনের অনুভূতি।


তুমি ছাড়া আমার জীবন সর্বদা অচল

তোমার মদদ থাকলে পাশে আমি যে সবল।

আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী।।

বছর ঘুরে এলো ফিরে | Rohmoter Mash lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী
আয় সবে আয় ভুলবো আজি - লিরিক্স MOTOVED || MUNAEM BILLAH
এলো কে কাবার ধারে লিরিক্স-Elo Ke Kabar Dhare Lyrics
জায়নামাজে দাঁড়িয়ে রাতে | Jaynamaje dariye rate lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
দাজ্জাল চোখে দেখিনায়-Dajjal Chokhe Dekhinai
আমার কাবা আমার আকা-Amar Kaba Amar Aqa
ডিম চুরি হয় সিম চুরি হয় - লিরিক্স
চলো চলো চলো মুজাহিদ লিরিক্স - Chalo Chalo Chalo Mujahid Lyrics
বিশ্বানবীর অপমানে যদি না কাঁদে তোমার মন লিরিক্স
মাহে রমজান মাহে রমজান-Mahe Raman Mahe Raman