জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায়-jolse agun a buk jhure lyrics
কথা ও সুরঃ আইনুদ্দীন আল আজাদ (রহঃ)
জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায়
আশেক হয়ে হাত পেতেছি তোমারই দরজায়।
তোমার প্রেমে জ্বলছে আগুন
মুর্শিদকে দেখলে জ্বলে দ্বিগুণ
সে আগুন ছাই হইলাম যাইয়া চরমোনায়।।
অগ্রহায়ণ আর ফাগুন এলে চাপা আগুন ওঠে জ্বলে
সেই আগুন থামাতে লাগে জিকির সর্বদায়।
তিন দিনের এই বয়ানকালে কত চোখের পানি ঝরে
চোখের জলে কারো নয়ন সাগর হয়ে যায়।।
এত চোখের পানি দেখে মাশুক তুমি নাও না ডেকে
অধীর হয়ে চেয়ে আছি কবে ডাকিব আমায়।।