জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায়-jolse agun a buk jhure lyrics

কথা ও সুরঃ আইনুদ্দীন আল আজাদ (রহঃ)

জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায়

আশেক হয়ে হাত পেতেছি তোমারই দরজায়।


তোমার প্রেমে জ্বলছে আগুন

মুর্শিদকে দেখলে জ্বলে দ্বিগুণ

সে আগুন ছাই হইলাম যাইয়া চরমোনায়।।


অগ্রহায়ণ আর ফাগুন এলে চাপা আগুন ওঠে জ্বলে

সেই আগুন থামাতে লাগে জিকির সর্বদায়।

তিন দিনের এই বয়ানকালে কত চোখের পানি ঝরে

চোখের জলে কারো নয়ন সাগর হয়ে যায়।।


এত চোখের পানি দেখে মাশুক তুমি নাও না ডেকে

অধীর হয়ে চেয়ে আছি কবে ডাকিব আমায়।।

পদ্মা মেঘনা যমুনার তীরে লিরিক্স -Aynuddin Al Azad
আবার জেগে ওঠো লিরিক্স - Abar Jega Otho - জগ্রত কবি মুহিব খানা
সিয়ামের দিন হোক কিয়ামের রাত লিরিক্স-Siyamer din hok kiamater rat
মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina
নবী আমি তোমার ছবি আঁকি দিলেতে- Nabi Ami Tomar Chobi aki dilete
সালাত কায়েম করো লিরিক্স- Salat kayem koro lyrics
আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি রহমান লিরিক্স
কদর রাতে দু’হাত তুলে Qodorer Rate । Jaima Noor
বিশ্ব ইজতেমা নিয়ে নতুন গজল | Ijtemay Cholo | ইজতেমায় চলো | Kalarab | Holy Tune | Iztema Song
বাস্তবমুখী প্রতিবাদী সংগীত । Iman Gelo Koi । ঈমান গেল কই । Ahmod Abdullah । Kalarab । Holy Tune