যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না-Jete Hobe khali hate lyrics
মূল শিল্পীঃ আইনুদ্দীন আল আজাদ (রহঃ)
যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না
সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।
আজকে তুমি যাদের লাগি শুধুই পাগলপারা
যেতে হবে একা একা কেউ যাবে না তারা।
ছাড়তে হবে মায়ার বন্ধন সাধের বালাখানা।।
তিন দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাঁধ
ফুরিয়ে গেলে বাসাতটুকু মিটবে রে তোর সাধ
ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না।।
ছয় বেহালার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে
বন্ধুবান্ধন আপন যারা কাঁদবে জারে জারে।
নতুন দেশের যাত্রী হতে সাজবে নতুন সাজনা।।
খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে
ভুলে গিয়ে সেই খোদাকে চলছ দম্ভ ভরে
চূর্ণ হবে দম্ভ সবই সেদিন যে আর দূরে নয়।
দুনিয়ারই মোহে পড়ে ভুলে গেছে সবই
কোথায় লইবি বালাখানা বাড়ি কোথায় নিবি?
তিনটা টুকরো সাদা কাপড় এই তো হবে পাওনা।।