যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না-Jete Hobe khali hate lyrics

মূল শিল্পীঃ আইনুদ্দীন আল আজাদ (রহঃ)

যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না

সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।


আজকে তুমি যাদের লাগি শুধুই পাগলপারা

যেতে হবে একা একা কেউ যাবে না তারা।

ছাড়তে হবে মায়ার বন্ধন সাধের বালাখানা।।


তিন দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাঁধ

ফুরিয়ে গেলে বাসাতটুকু মিটবে রে তোর সাধ

ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না।।


ছয় বেহালার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে

বন্ধুবান্ধন আপন যারা কাঁদবে জারে জারে।

নতুন দেশের যাত্রী হতে সাজবে নতুন সাজনা।।


খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে

ভুলে গিয়ে সেই খোদাকে চলছ দম্ভ ভরে

চূর্ণ হবে দম্ভ সবই সেদিন যে আর দূরে নয়।


দুনিয়ারই মোহে পড়ে ভুলে গেছে সবই

কোথায় লইবি বালাখানা বাড়ি কোথায় নিবি?

তিনটা টুকরো সাদা কাপড় এই তো হবে পাওনা।।

লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার | TAKBIR | ALLAHU AKBAR | সাইমুম
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো- লিরিক্স
মাটিরে দেহ মাটি খাবে লিরিক্স-Matir Deho
মরণ নিয়ে গান | DU-DINER DUNIYA | দু'দিনের দুনিয়াটা | IZAFA | ফোক গান | সাইমুম | BANGLA NEW FOLK SONG
শিশুদের প্রিয় নবী (সা.) - হুমায়রা আফরিন ইরা
আজান হবে সবখানে | Azan hobe lyrics | পাহাড়ি আজান | Azan By Saimum | সাইমুম
এখানে কি কেউ নেই লিরিক্স - Ekhane Ki Keu Nei Lyrics
জানাযা নিয়ে হৃদয়স্পর্শী নতুন গজল । Janaza । Abu Rayhan Kalarab । Bangla Islamic Song
আয় সবে আয় ভুলবো আজি - লিরিক্স MOTOVED || MUNAEM BILLAH
যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে - Jodi Kotha Daw Bondhu | Raad Ezama