গান : তোমাদের তরে আমার একটি অনুনয়

কথা ও সুরঃ আইনুদ্দীন আল আজাদ (রহঃ)

গায়কঃ ওমর আবদুল্লাহ

তোমাদের তরে আমার একটি অনুনয়

বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়

তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়।


আমি চলে যাব হয়তো আগেই বিজয়ের পাব না কো স্বাদ

ক্লান্ত দুটি চোখ দিয়ে দেখব তোমাদের জিহাদ।

সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিবে বিজয়।।


জালিমের কারাগারে যদিও থাকি থাকিবে না কণ্ঠ আমার

তোমরা শুধুই থাকবে অটল রাজপধ কোরে অধিকার।

তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে এ হৃদয়।।


বড় ছোট সব গুনাহের হিসেব হবে সকল পাপের লিরিক্স-Hashore | Gazi Anas Rawshan
যেতে চাই তোমারই রওজা মদিনা লিরিক্স-Madina Gojol
কেউ যদি অন্যায় করে-Kew Jodi Onnai Kore
হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe
একজন মুজাহিদ কখনো বসে থাকেনা লিরিক্স-Ekjon Mujahid Kokhono lyrics
হৃদয় ছোঁয়া গজল । Allahu । আল্লাহু । Tawhid Jamil । Holy Tune । Kalarab । New Islamic Song 2022
দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য লিরিক্স-Drishti Tomar Khule Rakho lyrics
কাগজ কুড়ায় লিরিক্স-Kagoj Kuray Gojol Lyrics
Mubarak Eid Mubarak | মুবারক ঈদ মুবারক | Eid Gojol | New Eid Song | Kalarab
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স -Ami Chad Ke Boli Tumi Sundor Nou Lyrics