গান : তোমাদের তরে আমার একটি অনুনয়
কথা ও সুরঃ আইনুদ্দীন আল আজাদ (রহঃ)
গায়কঃ ওমর আবদুল্লাহ
তোমাদের তরে আমার একটি অনুনয়
বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়
তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়।
আমি চলে যাব হয়তো আগেই বিজয়ের পাব না কো স্বাদ
ক্লান্ত দুটি চোখ দিয়ে দেখব তোমাদের জিহাদ।
সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিবে বিজয়।।
জালিমের কারাগারে যদিও থাকি থাকিবে না কণ্ঠ আমার
তোমরা শুধুই থাকবে অটল রাজপধ কোরে অধিকার।
তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে এ হৃদয়।।