জিন্দাবাদ জিন্দাবাদ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
জিন্দাবাদ জিন্দাবাদ
বীর মুজাহিদ জিন্দাবাদ
হযরত আলীর বিপ্লবী খুন
তোর দীলে আজ হোক আবাদ ॥
দুর্গম মোরা যোদ্ধা বীর
মহা ভীতি-ভয় ধরিত্রীর
ঝঞ্ঝার বেগে নির্মূল কর
জালিম দলের স্বপ্নসাধ
বৃষ্টির পরে ভেঙে পড়ে যেন
অত্যাচারীর রাজ প্রাসাদ ॥
আলো ঝড় আনুক প্রাণ মাতাল
নাচুক ধরণী টালমাটাল
ঘুমাইয়া যারা জাগিয়া দেখ রে
উড়ছে আকাশে রক্তজাল
স্বাধীন তুমি যে মুসলিম তুমি
সেই বীর সেই দীল আজাদ ॥