আমার গানের ভাষা জীবনের সাথে যেন

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক


আমার গানের ভাষা জীবনের সাথে যেন

মিলেমিশে হয় একাকার

নিষ্ক্রিয় হয়ে গেছি বলতে না পারে কেউ

ব্যথা ভরা কথাগুলো তার ॥


জীবন প্রভাত বেলা যে শপথ করেছিনু আমি

সে শপথ মনে রেখে পথ চলি যেন দিবাযামী

স্মৃতির ব্যথা বয়ে ভ্রান্তির পিছুডাক

অকাতরে করি পরিহার ॥


আঁকা বাঁকা পথ আর আঁকা বাঁকা চোখ সে তো

আগেও ছিল জানি আজও আছে

তবু শহীদের লাল খুন মাখা আহ্বান

আগেও ছিল জানি আজও আছে ।


যে পথে চলার নেশা ধরেছিল একদা আমাকে

সে পথের মনজিল আমরণ যেন মোরে ডাকে

নতুন দিনের সেই স্বপ্ন মগন মন

সক্রিয় থাকে অনিবার ॥


যার শুন্যতা এনে দেয় বিষন্নতা লিরিক্স-Mayer Sunnota Lyrics
কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি লিরিক্স-Ke Gorechen Akash Mati
নিঠুর নদীর বানের জল, কেনো এমন হলি রে বল | আবু উবায়দা | NITHUR JOLER GANG | ABU UBAYDA
ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ
বড় হয়ে আব্বু আমি চাইনা হতে ধনী লিরিক্স-Chaina Hote Dhoni Gojol Shabab Bin Anas
কি হবে ভাবতে অশ্রু ঝরে লিরিক্স-Ki hobe Vabte Oshru Jhore
আমাকে যখন কেউ প্রশ্ন করে লিরিক্স-Amake Jokhon Keu Proshno Kore lyrics
রাসূল আমার ভালোবাসা লিরিক্স -Rasul amar Valobasha Lyrics
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার | TAKBIR | ALLAHU AKBAR | সাইমুম
মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina