রোদের ভেতর ইলশে গুড়ি-Roder Bhitor Ilshe Guri Lyrics
রোদের ভেতর ইলশে গুড়ি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
রোদের ভেতর ইলশে গুড়ি
সঙ্গে পাখির ডাক
আম বাগানের ভেতর যেন
মৌমাছিদের ঝাঁক ॥
মন মেলে দেয় পাখা
যায় না ঘরে থাকা
আকাশে কার তুলির আঁচড়
রঙধনুকের আঁক ॥
ঘাসের ডগায় হীরক জ্বলে
মুক্ত ফুলের বুকে
হঠাৎ হাওয়া দোল দিয়ে যায়
একটু খানি ঝুঁকে।
কে এক রাখাল ছেলে
ছুটলো মাথাল ফেলে
সোহাগে তার উঠলো নেচে
হিজল বনের বাঁক ॥