না হয় হলো মন শুকনো কোন মরুভূমি-Ashahoto Hoyo Nako Tumi lyrics

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

না হয় হলো মন শুকনো কোন মরুভূমি

আশাহত হয়ো নাকো তুমি ॥


আরো কিছু পথ চলো মরীচিকা মাড়িয়ে

দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে

বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে

হাসছে কেমন করে জানবে তুমি ॥


ব্যথাহত মনটারে দেখাও আকাশ

কী করে বিহানে হয় আলোর প্রকাশ।

মহীরুহ নাম তার রয় যে গো দাঁড়িয়ে

ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মাড়িয়ে

তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয়/

নিটোল স্বপ্ন যদি তেমনি অটল হয়

বিজয় সুদূরে নয় মানবে তুমি ॥


জিয়ের ভিতির কী যেনে নাই - জাইমা নূর
এই ওলী আল্লাহর বাংলাদেশ লিরিক্স
উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের লিরিক্স -uttape uzzal roktim somoye lyrics
যার ঋণ কোনোদিন শোধ হয়না লিরিক্স-Jar rin kono din shodh hoy na
মানুষ হবো সবার সেরা | Manush Hobo Sobar Sera lyrics | Saimum | সাইমুম
সাইমুমের দুই ক্ষুদে শিল্পীর কণ্ঠে বাবা গান-২ | বাবা সপ্ত-সমুদ্দুর | BABA SHOPTO SHOMUDDUR | SAIMUM
বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের হাফেজগন । Quraner Pakhi । কুরআনের পাখি । হাফেজদের নিয়ে গজল
মোবারক ঈদ মোবারক-Mubarak Eid Mubarak
চোখকে বলি ভালো দেখো | Baby Najnin | Chokh K Boli Valo Dekho | নতুন ইসলামিক গজল 2021
মাটির দেহ মাটি হবে-Matir Deho Mati Hobe