আমাকে যখন কেউ প্রশ্ন করে-Amake Jokhon Keu Proshno Kore lyrics
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আমাকে যখন কেউ প্রশ্ন করে
কেন বেছে নিলে এই পথ
কেন ডেকে নিলে বিপদ
জবাবে তখন বলি
মৃদু হেসে যাই চলি
বুকে মোর আছে হিম্মত ॥
বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে
বুকে ওঠে ঢেউ সাগরের
সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু
ভাঙ্গে গড়ে পৃথিবী মোদের
তুমি ভীরু নদীহীন
প্রাণ থেকেও প্রাণহীন
জড়বাদী তাই তব মতামত ॥
আলোকের সন্ধানে সন্ধানী কোনো মন
পেয়ে গেলে আলোকের সন্ধান
ফিরে যেতে চায় কি সে আঁধারের দিকে আর
যদি না সে হয় কভু নিষ্প্রাণ
আমি সেই সন্ধানী
পেয়ে গেছি সন্ধান
যদিও রয়েছে খাড়া জুলুমাত ॥
আপনার মতামত লিখুন