আমাকে যখন কেউ প্রশ্ন করে-Amake Jokhon Keu Proshno Kore lyrics

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

আমাকে যখন কেউ প্রশ্ন করে

কেন বেছে নিলে এই পথ

কেন ডেকে নিলে বিপদ

জবাবে তখন বলি

মৃদু হেসে যাই চলি

বুকে মোর আছে হিম্মত ॥


বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে

বুকে ওঠে ঢেউ সাগরের

সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু

ভাঙ্গে গড়ে পৃথিবী মোদের

তুমি ভীরু নদীহীন

প্রাণ থেকেও প্রাণহীন

জড়বাদী তাই তব মতামত ॥


আলোকের সন্ধানে সন্ধানী কোনো মন

পেয়ে গেলে আলোকের সন্ধান

ফিরে যেতে চায় কি সে আঁধারের দিকে আর

যদি না সে হয় কভু নিষ্প্রাণ

আমি সেই সন্ধানী

পেয়ে গেছি সন্ধান

যদিও রয়েছে খাড়া জুলুমাত ॥

ফেব্রুয়ারির একুশ তারিখ উনিশশো বাহান্ন সাল -Ekhusher Kanna । জাইমা নূর । আফিফা হাসান রাফা
সেহরি খাবো রাখবো রোযা লিরিক্স- Sehri khabo rakhbo roja lyrics
ওস্তাদ তাফাজ্জল হোসাইন খানের গায়কীতে দেশের গান | হাজার নদীর দেশ | HAJAR NODIR DESH | সাইমুম | SAIMUM
ফুলের মত সুরভিত করে দিও আমার জীবন লিরিক্স
কেমন মানুষ তুমি | Kemon Manush Tumi
ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে লিরিক্স- khuti hin nil akash lyrics
আকাশের তাঁরাগুলো যদি নিভে যায় | মাকে নিয়ে অসাধারণ একটি গজল ।
আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী | Bisshashe Rasul | আবু উবায়দা
রোদের ভেতর ইলশে গুড়ি লিরিক্স-Roder Bhitor Ilshe Guri Lyrics
সম্মান লিরিক্স-Somman Lyrics