সারা বাংলার গ্রামে গঞ্জে লিরিক্স - Sara Banglar Grame Ganje lyrics

সারা বাংলার গ্রামে গঞ্জে

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক


সারা বাংলার গ্রামে গঞ্জে

শহরে নগরে উপকণ্ঠে

চির গৌরব নব যৌবন

জেগে ওঠে যেন নব ছন্দে ॥


জনতা সাগরে আষাঢ়

জোয়ার ডাকে বান

প্রতি প্রাণে প্রাণে

দৃঢ় চেতনার জাগে গান

জাগে অনল প্রবাহ জাগর প্রদাহ

আলো আঁধারের চির দ্বন্দ্বে ॥


রোদের সাহসে আকাশের

মেঘ কেটে যায়

চলার আবেগে নদী সে

মোহনা খুঁজে পায়

পায় অজানা অচেনা পথের ঠিকানা

পাখিও গতির অনুষঙ্গে ॥

আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও লিরিক্স
Sami Yusuf - You Came To Me LYRICS -সামি ইউসুফ এর গজল
নবীর উম্মত দাবী করো কি করে তুমি লিরিক্স-Ummot Dabi Koro Ki Kore Tumi lyrics
মেহেরবান তুমি মেহেরবান লিরিক্স-meherban tumi meherban lyrics
রাহমানুর রাহিম তুমি -জাইমা নূর
দুঃখের গজল । Osohay Bole । অসহায় বলে । Humaun Kabir Azad । New Islamic Song
এমন গজল আগে কোনোদিন শোনেন নি | Baby Najnin | কলমা আমার শান | Kolma Amar Shan
শুকরিয়া মেহেরবান লিরিক্স-Shukria Meherban Gojol by Gazi Anas Rawshan
হামি ডাকছি তোমাকে, ইসলামের উঁচা ঘাঁটার দিকে -জাইমা নূর
ভালোবাসার মতো ভালোবাসলে -Valobasar Moto Valobasle