কথা ও সুর: মতিউর রহমান মল্লিক


রাতের আঁধার কেটে কেটে

আকাশে চাঁদ উঠলো ঐ

সারা জাহানের দিগবিদিকে

আলোর ধারা ছুটলো ঐ।।

পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসছে ঐ

সেই আলোতে নিখিল ভূবন আকুল হয়ে ভাসছে।।

মানবতার বন্ধু তিনি

রহমাতুল্লিল আলামীন

তাইতো শুকুর আদায় করে

কুল মাখলুকাত নিশিদিন।।


মরমি গজল। Aj Achi Kal Nei। আজ আছি কাল নেই। Noor Hussain । Bangla Gojol
হাড় কাঁপানো শীতে কষ্ট পাওয়া মানুষের গজল। Emon Shiter Dine। এমন শীতের দিনে। Bangla ২০২৪
সবার মুখেই শুনি | অ্যান্ড্রয়েড ফোন | Android Phone | Mafruha
বাবা নেই - জাইমা নূর | Baba Nei | Jaima Noor
মাদরাসা জিন্দা রাখো লিরিক্স-Madrasa Zinda Rakho Mohib Khan
আন্দোলন সে তো জীবনের অন্য নাম লিরিক্স -Andolon Se To Jiboner lyrics
এই দুর্যোগে এই দুর্ভোগে লিরিক্স - Ei Durjoge Ei Durvoge Lyrics
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার | TAKBIR | ALLAHU AKBAR | সাইমুম
বিপ্লব মানে জীবন দেয়া লিরিক্স-Biplob Mane Jibon Deya Gojol
মনে মনে যিকির সদা Mone Mone Zikir lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী