কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
রাতের আঁধার কেটে কেটে
আকাশে চাঁদ উঠলো ঐ
সারা জাহানের দিগবিদিকে
আলোর ধারা ছুটলো ঐ।।
পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসছে ঐ
সেই আলোতে নিখিল ভূবন আকুল হয়ে ভাসছে।।
মানবতার বন্ধু তিনি
রহমাতুল্লিল আলামীন
তাইতো শুকুর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন।।