এই গুনাহগার প্রভু-Ai Gunahgar provu doya sara lyrics

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

এই গুনাহগার প্রভু

দয়া ছাড়া কিছু চায় না

জ্বলে পুড়ে গেল বুক

সেরে দাও সব অসুখ

সওয়া যায় না ॥


শুনেছি রজনী এলে দিবস আসে

আলোয় আলোয় সারা ভুবন ভাসে

মেঘে ঢাকা এই মন

কাঁদে শুধু অনুক্ষণ

রোদ পায় না ॥


আর তো পারি না আমি বুক ভেঙে যায়

সান্ত¡না তুমি ছাড়া কে দেবে আমায় বলো।

তুমি তো সীমানা বিহীন অসীম অপার

অশেষ অথৈ তব দয়ার পাথার

দুটি হাত পেতে পেতে

সে দয়ার কিছু নিতে

বড় বায়না ॥

আকাশ হতে চাঁদ নেমেছে । জাইমা নূর । Akash Hote Chad Nemeche। JaimaNoor
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লিরিক্স-Amar Jibon Amar Moron lyrics
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু লিরিক্স- Allahu Allahu tumi jalle jalalu lyrics
নতুন বছর এলে পরে-Notun Bochor Ele Pore
Din Bodoler Din । দিন বদলের দিন । Abir Hasan । Kalarab । Holy Tune
রমজানের বাছাইকৃত ৭টি গজল | Selected Ramdan 7 Songs | Ramjan Gojol | Best Ramzan ২০২৪
ধরায় যখন মহামারী সবাই পেরেশান | Bether Majhe Eid | সাইমুম শিল্পীগোষ্ঠী
ভাবতে যখন বসি দুচোখ বুজে লিরিক্স-Vabte Jokhon Bosi Lyrics
মরিলে কান্দিস না লিরিক্স-Morile Kandis na Lyrics
আন্দোলন সে তো জীবনের অন্য নাম লিরিক্স -Andolon Se To Jiboner lyrics