কার কতটা ঈমান আছে

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

কার কতটা ঈমান আছে

সময় এলো পরীক্ষার

রণাঙ্গনের ডাক আসে ঐ

লগ্ন তো নেই প্রতীক্ষার ॥


কে সাহসী কে ভীরু আর

এইতো সময় পরখ করার

আজ প্রয়োজন শক্তি সাহস

ধৈর্য্য ত্যাগ ও তিতীক্ষার ॥


লম্বা কথার দিন গেছে ভাই

ভাওতাবাজির দিন গেছে

যার হৃদয়ে আছে ঈমান

আজকে কেবল সেই বাঁচে।


আল্লাহ তায়ালার বান্দা কে সে

কে সে বেড়ায় ছদ্মবেশে

হিসেব মিলার লগ্ন এলো

লগ্ন এলো নিরীক্ষার ॥


আসল কুরবানী কোনটি?-Asol qurbani Konti
Din Bodoler Din । দিন বদলের দিন । Abir Hasan । Kalarab । Holy Tune
মেঘের পাখায় ভর করে এলোরে রমজান লিরিক্স
এই ফরিয়াদ তোমার কাছে করি ওগো প্রভু লিরিক্স-Ei Foriad
মুমিন হৃদয়ে চাদঁ উঠেছে লিরিক্স-Momin Hridoy Chad Utheche
অনুতাপের অশ্রু জলে লিরিক্স-Anutaper Osru
মহরমের সেরা ডুয়েট গজল - Baby Najnin & Arif Sagar- J Dilete Hussaine Prem
Imla Qalbi । ইমলা কলবি । Tawhid Jamil । Kalarab
একটি বছর পরে আবার লিরিক্স- Ekti bochor pore abar lyrics
তাহাজ্জুদের গজল লিরিক্স- জায়নামাজ-Jaynamaz Kalarab