কার কতটা ঈমান আছে

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

কার কতটা ঈমান আছে

সময় এলো পরীক্ষার

রণাঙ্গনের ডাক আসে ঐ

লগ্ন তো নেই প্রতীক্ষার ॥


কে সাহসী কে ভীরু আর

এইতো সময় পরখ করার

আজ প্রয়োজন শক্তি সাহস

ধৈর্য্য ত্যাগ ও তিতীক্ষার ॥


লম্বা কথার দিন গেছে ভাই

ভাওতাবাজির দিন গেছে

যার হৃদয়ে আছে ঈমান

আজকে কেবল সেই বাঁচে।


আল্লাহ তায়ালার বান্দা কে সে

কে সে বেড়ায় ছদ্মবেশে

হিসেব মিলার লগ্ন এলো

লগ্ন এলো নিরীক্ষার ॥


না হয় হলো মন শুকনো কোন মরুভূমি-Ashahoto Hoyo Nako Tumi lyrics
একজন মুজাহিদ কখনো বসে থাকেনা লিরিক্স-Ekjon Mujahid Kokhono lyrics
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন লিরিক্স- Allahr pothe jara diyeche jibon lyrics
কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল লিরিক্স-Kon Sahose Chaw Nevate lyrics
খোঁটা দিয়ে কথা বলা লিরিক্স-Khota diye kotha bola Lyrics-Lal Foring Album
কি হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে লিরিক্স- ki hobe hotash hoye