কার কতটা ঈমান আছে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
কার কতটা ঈমান আছে
সময় এলো পরীক্ষার
রণাঙ্গনের ডাক আসে ঐ
লগ্ন তো নেই প্রতীক্ষার ॥
কে সাহসী কে ভীরু আর
এইতো সময় পরখ করার
আজ প্রয়োজন শক্তি সাহস
ধৈর্য্য ত্যাগ ও তিতীক্ষার ॥
লম্বা কথার দিন গেছে ভাই
ভাওতাবাজির দিন গেছে
যার হৃদয়ে আছে ঈমান
আজকে কেবল সেই বাঁচে।
আল্লাহ তায়ালার বান্দা কে সে
কে সে বেড়ায় ছদ্মবেশে
হিসেব মিলার লগ্ন এলো
লগ্ন এলো নিরীক্ষার ॥