সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও- Sahoser sathe kichu shopno jaraw lyrics
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও
তারপর পথ চল নির্ভয়
আঁধারের ভাঁজ কেটে আসবে বিজয়
সূর্যের লগ্ন সে নিশ্চয় ॥
তোমার পায়ের ছাপ পষ্ট কর
ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর
তবেই সাথীরা আরো এগিয়ে যাবে
প্রলয় সে হোক যত নির্দয় ॥
পাহাড়ের মত ঠেকে ধৈর্য ধর
দুঃখ যদি হয় অতিরিক্ত
জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার
আরো কর দৃঢ় সম্পৃক্ত।
তোমার মনের চোখ তীক্ষ্ণ কর
ক্লান্ত কর্ণ উৎকর্ণ কর
নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে
আবেগের পথ কর নির্ণয় ॥