একজন মুজাহিদ কখনো বসে থাকেনা-Ekjon Mujahid Kokhono lyrics
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
একজন মুজাহিদ কখনো বসে থাকে না
বসে থাকে না
যতই আসুক বাধা
যতই আসুক বিপদ
ভেঙে পড়ে না॥
অর্থ-বিত্ত নাইবা থাকলো তার
নাইবা থাকলো সাজানো সম্ভার
তবুও সে হয় না হতাশ
মুষড়ে পড়ে না॥
একজন মুজাহিদ জীবনের ধ্রুব সত্য জানে
তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে
সামনে থাকলো হাজার পাহাড় তার
দুশমন হলো না হয় বেশুমার
তবুও সে চলতে থাকে
থমকে দাঁড়ায় না॥
আপনার মতামত লিখুন