ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান আমায়-Dhorjo Dharon Korar Lyrics

 কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

লেবেলঃ স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার

ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান আমায়

ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান

আমায় দাওগো মেহেরবান

বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম।।


আঁধার আমার আলো দিয়ে

কানায় কানায় দাও ভরিয়ে

অন্তর জুড়ে দাওগো প্রভু

ভোরের পাখির গান।।

ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও

গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও


আমার ধু ধু মরুর দেশে

দাওগো জোয়ার ভাটার শেষে

পারাবারের বাউরি বাতাস

আমায় করো দান।।


এতিমদের নিয়ে নতুন গজল। Etim Bole Paini Ador। এতিম বলে পাইনি আদর। Bangla ২০২৪
বিশ্বানবীর অপমানে যদি না কাঁদে তোমার মন লিরিক্স
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani
মদিনায় ফুটলো প্রেমের ফুল লিরিক্স-Madinay Futlo Premer Ful
ইসলামি সংগীতের জনপ্রিয় শিল্পী আব্দুল্লাহ আল-মুয়াজ রিফাত - Abdullah Al-Muaz Rifat is a popular artist of Islamic music
Allah Bolo - Kalarab | হৃদয়গ্রাহী ঘটনায় ইসলামী সঙ্গীত | Touching Story | Bangla Islamic Song
এই জীবনে কিছুই চাওয়ার নেইতো আর- Ei Jibone Kichui Chawar Neito Ar
Zameen Meli Nahi Hoti Zaman Mela Nahi Hota। Qari Abu Rayhan। Heart Touching Naat 2022
মরমি গজল। Aj Achi Kal Nei। আজ আছি কাল নেই। Noor Hussain । Bangla Gojol
Abbu Tomar Chuti Kobe (শিশুশিল্পীর নতুন গজল)