যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে-Jodi Keu Bujhe Thako

কথাঃ মতিউর রহমান মল্লিক

যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে

যদি কেউ ভেবে থাকো ইসলাম ডুবে গেছে

ভুল ভুল ভুল বন্ধু ভুল বুঝেছো

ভুল ভুল ভুল বন্ধু ভুল ভেবেছো।

ফিরে আসে মুছতে আঁধার

জিহাদের দিন যদি আবার

থাকবেনা কেউ মাথা তোলার

সাড়া জাগাবারভুল ভুল ভুল।।

সর্বহারার দীর্ঘ নিশ্বাস

ভরবে আকাশ ভরবে বাতাস

গরীব দুখী রইবে নিরাশ

পাবেনা আশ্বাসভুল ভুল ভুল।।

সারা জীবন মজলুম হেথায়

সইবে জুলুম সইবে অন্যায়

খেলাফত আর পাবেনা হায়

কাঁদবে বেদনায়ভুল ভুল ভু্ল।।

কারবালাতে ইমাম হোসেন

ধুলীর সাথে মিশে গেছেন

বালাকোটে বেরলভীওব্যর্থ হয়েছেন

ভুল ভুল ভুল।।


রক্তমাখা বর্ণমালা লিরিক্স - ROKTOMAKHA BORNOMALA Lyrics
উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের লিরিক্স -uttape uzzal roktim somoye lyrics
চোকলখোরের গোনা মাফ নাহি হয়-chokolkhorer gona maf nahi hoy
ঈদুন সাইদ । Eidun Saeed । Jaima Noor
ডাকছে কোকিল ভোরের বেলায়-Dakche Kokil Vorer Belai
তলায়াল বাদরু আলাইনা লিরিক্স-Tala al Badru Alayna
পিতামাতা ভাইবোনে মিলে পরিবার - জাইমা নূর
কুল আলমের খাজানা - Baby Najnin - Kul Alomer Khazana - New Official Video 2021
সুবহানাল্লাহ -মুনায়েম বিল্লাহ Subhanallah Gojol Munaem Billah
চলো মাগো নিয়ে আমায় - Cholo Mago Niye Amai