যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে-Jodi Keu Bujhe Thako
কথাঃ মতিউর রহমান মল্লিক
যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে
যদি কেউ ভেবে থাকো ইসলাম ডুবে গেছে
ভুল ভুল ভুল বন্ধু ভুল বুঝেছো
ভুল ভুল ভুল বন্ধু ভুল ভেবেছো।
ফিরে আসে মুছতে আঁধার
জিহাদের দিন যদি আবার
থাকবেনা কেউ মাথা তোলার
সাড়া জাগাবারভুল ভুল ভুল।।
সর্বহারার দীর্ঘ নিশ্বাস
ভরবে আকাশ ভরবে বাতাস
গরীব দুখী রইবে নিরাশ
পাবেনা আশ্বাসভুল ভুল ভুল।।
সারা জীবন মজলুম হেথায়
সইবে জুলুম সইবে অন্যায়
খেলাফত আর পাবেনা হায়
কাঁদবে বেদনায়ভুল ভুল ভু্ল।।
কারবালাতে ইমাম হোসেন
ধুলীর সাথে মিশে গেছেন
বালাকোটে বেরলভীওব্যর্থ হয়েছেন
ভুল ভুল ভুল।।
সাম্প্রতিক মন্তব্য
#Maruf Dewan
Can't copy the songs lyrics, Please let people to copy and share