আব্বু আমায় বলো, বলে দাও আমায়-Abbu Amay Bolo Lyrics


আব্বু আমায় বলো...

অ্যালবাম: নীল প্রজাপতি

শিল্পী: মিফতাহুল জান্নাত

কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন

সঙ্গীত পরিচালনাঃ মাহফুজ বিল্লাহ শাহী

প্রযোজনা ও পরিবেশনায়: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)


গানের লিরিক্স:

আব্বু আমায় বলো, বলে দাও আমায়

পথের ধারে এই ছেলেরা কেন খালি গায়

আব্বু আমায় বলো

আমায় তুমি যেমন করে আদর করো রোজ

তেমন করে এই ছেলেদের নেয় কি কেউ খোঁজ


আমার মতো ওরাও কি স্কুলেতে যায়

আব্বু আমায় বলো


রাতের বেলা আদর করে দেয় মা আমায় চুম

তখন ওদের কেউ কি বলো পাড়িয়ে দেয় ঘুম

আমরা কত শপিং করি দোলনাতে দুলি

তখন কেন ওদের হাতে ভিক্ষার ঝুলি

ওরা যদি হতো বাবা আমার বোন ও ভাই

হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম | Hazar Desher Ei Prithibi lyrics
আমার গানের ভাষা জীবনের সাথে যেন লিরিক্স-Amar Ganer Bhasa
কি হবে দুনিয়াদারি?-Ki Hobe Duniyadari
মাওলানা Maulana (English version) | (Cover) Jaima Noor
মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স -Mawlar Eshke Jale Agun
সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত লিরিক্স -Se Kon Bondhu Bolo Lyrics
একজন মুজাহিদ কখনো বসে থাকেনা লিরিক্স-Ekjon Mujahid Kokhono lyrics
ওগো মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত লিরিক্স-Ei Dhoronir Srestho Neyamat
Hasbi Rabbi Jallallah – My Lord Allah is enough for me
রোজ বিহানে একটা পাখি লিরিক্স- Roj bihane ekta pakhi lyrics. মশিউর রহমান