আব্বু আমায় বলো, বলে দাও আমায়-Abbu Amay Bolo Lyrics
আব্বু আমায় বলো...
অ্যালবাম: নীল প্রজাপতি
শিল্পী: মিফতাহুল জান্নাত
কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন
সঙ্গীত পরিচালনাঃ মাহফুজ বিল্লাহ শাহী
প্রযোজনা ও পরিবেশনায়: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)
গানের লিরিক্স:
আব্বু আমায় বলো, বলে দাও আমায়
পথের ধারে এই ছেলেরা কেন খালি গায়
আব্বু আমায় বলো
আমায় তুমি যেমন করে আদর করো রোজ
তেমন করে এই ছেলেদের নেয় কি কেউ খোঁজ
আমার মতো ওরাও কি স্কুলেতে যায়
আব্বু আমায় বলো
রাতের বেলা আদর করে দেয় মা আমায় চুম
তখন ওদের কেউ কি বলো পাড়িয়ে দেয় ঘুম
আমরা কত শপিং করি দোলনাতে দুলি
তখন কেন ওদের হাতে ভিক্ষার ঝুলি
ওরা যদি হতো বাবা আমার বোন ও ভাই