যার শুন্যতা এনে দেয় বিষন্নতা-Mayer Sunnota Lyrics 

কথা ও সুর: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন

যার শুন্যতা এনে দেয় বিষন্নতা

সে আমার মা

যার ছোয়া পেলে আমি ভুলে যাই দুঃখ

ভুলে যাই সব বেদনা।


মাকে ছেড়ে বহুদূর আমি আজ ব্যাথাতুর

অন্তর খুজে ফেরে মাকে

জমা হলো শত দুঃখ ভারি আজ এই বুক

চোখ মুদে আমি ভাবি মাকে

অশান্ত এই মন ছিড়ে কপট আবরণ

টেনে আনে মায়ের কল্পনা।


রোগ যাতনায় যখন আমি ছিলাম দিশেহারা

রাত্রি জেগে শিয়রে দাড়ানো মায়ের স্নেহের পরশ পেয়ে

ডুকরে কেদেছি ভেবেছি বৃথা এ জীবন মা ছাড়া



না বলা শত কথা অব্যক্ত শত ব্যাথা

তোলপাড়া তোলে আজ হৃদয়ে

মায়ের স্নেহের ছোয়া এই তো বড় পাওয়া

ভাবি আমি বহুদূরে দাড়িয়ে

একজন যার লাগি দূরে বসে আমি কাদি

নয় সে আর কেউ সে আমার মা।

তোর কান্না শুনে আমি হেসেছি সবাই হেসেছে
দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে | Adhar Seshe lyrics | Abdullah Al Noman | Saimum | সাইমুম
মৃত্যুকে স্মরণ করে হৃদয়স্পর্শী মরমী গজল - Baby Najnin - কবর তোমার খবর শুনে - Official Video
চোকলখোরের গোনা মাফ নাহি হয়-chokolkhorer gona maf nahi hoy
নীল আসমান সবুজ পৃথিবী লিরিক্স-Neel Asman Sobuj Prithibi Gojol
আমার আখি ফাকি দিয়ে Ma Amar Akhi Faki Diye Gojol Lyrics
তোমার দয়া আছে খোদা - Jaima Noor
আম্মা বলেন ঘর ছেড়ে তুই লিরিক্স -Amma Bolen Ghar Chhere Tui Lyrics
সব একদিন হয়ে যাবে শেষ-Sob Ekdin Hoye Jabe Shesh
Pakhi Deke Jai | পাখি ডেকে যায় - জাইমা নূর