কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী

শিল্পী: মফিজুল হাসান ইমন


মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর

হয় না কখনো হয়না

সীমাহীন জাতনায় বুক ভরা বেদনায়

মার মত কেউ পাশে রয় না


দু:খ সুখের অনুভূতি গুলো

স্বার্থের রঙে বদলায় প্রতিদিন

মায়ের ভলোবাসা স্নেহ মমতার ভাষা

বদলায় না তো কোনদিন

নির্মম টানে কার আহবানে

দুনিয়া ছেড়ে চলে যায় মা


ধন সম্মান হারালে জীবনে

হয়ত ফিরে পাওয়া যায় যে আবার

মায়ের মতন এতো মহা মহিমান্বিত

নাম তো ফিরে আসে না আর

হৃদয়ের বাঁধনে রক্তের টানে

উপমা এমন আর হয় না


হিজল বনে পালিয়ে গেছে পাখি । Hijol Bone । Jaima Noor
আল্লাহ তুমি দয়ার সাগর লিরিক্স- Allah tumi dyar sagor lyrics.
যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে লিরিক্স-Jodi Keu Bujhe Thako lyrics
পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও লিরিক্স
মিস্টার চাপাবাজ । Salman Sadi । Kalarab
বৃষ্টি ফোটায় রহম ঝরে জুময়াবারের দিনে | Friday Song | Jummah Mubarak |Saimum lyrics
সত্যের সংগ্রামে ফোটা ফুল | Sotter Songrame Fota Ful | সাইমুম শিল্পী গোষ্ঠী
বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা | Bayat Song lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের হাফেজগন । Quraner Pakhi । কুরআনের পাখি । হাফেজদের নিয়ে গজল
হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Paper Bojha । পাপের বোঝা। হলি টিউন। New Gojol 2022