কথা : আব্দুল করিম সরকার

সুর : আব্দুল আলিম আশিক


তোমাকে নিয়ে আমি সার্থক কোন গান

পারিনি আজও সাজাতে

তোমাকে নিয়ে আমি প্রিয় কোন সুর

পারিনি হৃদয়ে বাজাতে


হে রাসূল হে রাসূল ।।

কল্পনার ফোঁটা ফোঁটা রঙে


যায় না তো আকাশে ছবি

এমন কাব্য গাঁথা হয়নি কখনই

পারেনি কভু কোন কবি

কি করে আমি তবে লিখবো কিছু গান

পারি না নিজেকে বোঝাতে ।

অপরূপ রূপে কভু সাজতো না কখনই এই যে বসুন্ধরা

বর্ণালী ইতিহাস হতো না লেখা শুধুই তোমাকে ছাড়া


তোমারই জীবন থেকে এতটুকু সঞ্চয়

গল্প কথা সব যায় হারিয়ে

সেই দিক পারি দিতে তাই বড় ভয়

সাহসের ডানা বাড়িয়ে

তাতেই জীবন আমার ধন্য হবে

পারলে তোমায় ভালোবাসতে ।

আমার জীবনের তামান্না-Amar Jiboner Tamanna
এখন আর কেউ বলেনা | Adorini Ma lyrics | সাইমুম
হাসি মুখের সাদকা | HASHI MUKHER SADKA lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
তোমার তরে কাঁদি- Tomar Tore Kandi
তলায়াল বাদরু আলাইনা লিরিক্স-Tala al Badru Alayna
ঈদের ফাটাফাটি নতুন গজল । Eid Anondo । ঈদ আনন্দ । Khushir Eid । Eid Song 2022
রাসূল আমার ভালোবাসা লিরিক্স -Rasul amar Valobasha Lyrics
Tajdare Madina। তাজদারে মাদিনা। Kalarab Gojol
বলে টিয়া বলে তোতা-Bole Tiya Bole Tota
কবরের গজল । Apon Ghor । আপন ঘর । New Bangla Islamic Song