একবার দেখ ভেবে তুই মন-Ekber dekh vebe Lyrics

একবার দেখ ভেবে তুই মন

কথা: গোলাম মোহাম্মদ

সুর : মশিউর রহমান

শিল্পী: স্বাধীন

অ্যালবাম: লাল ফড়িং

কেমনে তুই আইলি ভবে

তোরে কে দিল সোনার জীবন

একবার দেখ ভেবে তুই মন ॥


দিয়ে খাবার বায়ু জল

লালন করছে অনর্গল

দিল অঙ্গে অঙ্গে সোনার গঠন

কোন সে মহাজন ॥


কে দিল তোমায় বাড়ি ঘর আপন

সবুজ বনানী পৃথিবী

কার স্নেহ হাতে চন্দ্র সূর্য

লোকালয় দিন রজনী ॥


বলো হু আল্লাহু আহাদ

বলো আল্লাহুস সামাদ

ঈমাণ বিল্লায় পাবি রে তুই

সকল দরশন ॥


দাও খোদা দাও আমায় আবার লিরিক্স-dao khoda dao Lyrics
মনটা যদি হইতো পূবাল হাওয়া লিরিক্স-Monta Jodi Hoito Pubal Hawa
নিজেকে চেনার তাওফিক লিরিক্স-Nasheed: Nijeke Chenar Tumi Lyrics