ভালোবাসো দেশকে ভালোবাসো ফুল-Valobasho deshke Valobasho full Lyrics
গান: ভালোবাসো দেশকে ভালোবাসো ফুল
কথা: সাজ্জাদ হোসাইন খান
সুর: আয়েশা সিদ্দিকা পাঠান
শিল্পী: সাবা তাসনুবা
ভালোবাস দেশকে ভালোবাস ফুল
ভালোবাস মাতা-পিতা নবী ও রসূল
ভালোবাস শান্তি ভালোবাস চাঁদ
জোছনার ঝিলিমিলি ফূর্তি অবাধ ।
মানুষকে ভালোবাস, ভালোবাস পাখি
যার সাথে সবুজের শুধু মাখামাখি।
গুনীজনে ভালোবাস, ভালোবাস নদী
কষ্টের পথে যারা হাঁটে নিরবধি।
মানুষকে ভালোবাস, ভালোবাস মাটি
সোনারঙ স্বপ্নের সুখ পরিপাটি
অতীতকে ভালোবাস, ভালোবাস দিন
জীবনের মতো সে যে গভীর গহীন