কথা ও সুর: মাসুদ রানা

শিল্পী: রুবাইয়াত

খুব সকালে তোমার কাছে

তোমার কাছে করি প্রার্থনা

ওগো দয়াময়

তোমার প্রতি ভালোবাসা যেন

আরো তীব্র হয় ॥

নদী যেমন সাগর প্রেমে

খায় যে হাবুডুবু

তেমনি তোমার প্রতি আমার 

প্রেমটা বাড়াও প্রভূ

আমার সকল আঁধার করো

আলোয় দীপ্তময় ॥

আমার সকল যন্ত্রনা তুমি

ধুয়ে মুছে কর সাফ

অশান্ত মন শান্ত বানাও

দাও করে দাও মাফ

রহম স্রোতে ভাসাও ও দাও

পুষ্পিত হৃদয় ॥


হঠাৎ করে জীবন দেওয়া লিরিক্স - Hotat Kore Jibon Deya Lyrics
রাসূল আমার ভালোবাসা লিরিক্স -Rasul amar Valobasha Lyrics
গান শোনাতে পারি লিরিক্স - Gaan Shonate Pari Lyrics
আমাকে যখন কেউ প্রশ্ন করে লিরিক্স-Amake Jokhon Keu Proshno Kore lyrics
কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল লিরিক্স-Kon Sahose Chaw Nevate lyrics
এই দুটি চোখ দিয়েছো বলে লিরিক্স -Ei Duti Chokh Diyecho Bole lyrics