খোঁটা দিয়ে কথা বলা-Khota diye kotha bola Lyrics-Lal Foring Album
Album: Lal Foring
Lyrics: Motiur Rahman Mollik
tune: Moshiur Rahman
Singer: Tasfia Jahan Tahia
গানঃ খোটা দিয়ে কথা বলা ঠিক নয়
অ্যালবাম: লাল ফরিং
কথাঃ মতিউর রহমান মল্লিক
সুরঃ মশিউর রহমান
গায়িকাঃ তাসফিয়া জাহান তাহিয়া
খোটা দিয়ে কথা বলা ঠিক নয়
খোটা দিয়ে কথা বলা
মানুষের স্বভাবের ভালো কোন দিক নয় ॥
নিজের ভূলের খোঁজ রাখে না যে সাধারণ
অপরের ভূল ধরে বেড়ায় সে অকারণ
খোঁটা দেয়া লোকজন কারো সংশোধনের
তরে আন্তরিক নয় ॥
উত্তম মানুষেরা খোটা দিয়ে বলে না তো কখনো
যত হোক রাগ তবু সামলিয়ে নেয় মুখ খুব তখনো
খুতখুতে স্বভাবের কাজ হলো খুত ধরা
খিটখিটে মেজাজের ভাব খেইমি করা
যাই বলো তাই বলো মানুষিক দিক থেকে
এরা স্বাভাবিক নয় ॥