ছয়টি ঋতুর খেলা-Chhoyti ritur khela | Motiur Rahman Mollik Lyrics

কথা: মতিউর রহমান মল্লিক

সুরঃ মাহফুজ বিল্লাহ শাহী

কোন দেশেতে পাবিরে তুই

ছয়টি ঋতুর খেলা

ও ও ও ও ও ও- - - - - হো হো হো

গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে

হেমন্ত শীত বসন্তেরই মেলা

সে আমার এই বাংলাদেশই

সজিব সুজলা শষ্য সুফলা

মন মাতানো প্রাণ জুড়ানো

দেশ চির শ্যামলা রে ॥


বুকের ভেতর লুকিয়ে রাখে

লতিয়ে থাকা হাজার নিবিড় নদী

জারি সারি ভাটিয়ালীর

সেই নদীরা বয়রে নিরবধী

মাঝ দরিয়ায় হাল ঘুরিয়ে

মন মাঝিরা পাল উড়িয়ে

দিক হতে দিক দিগন্তে যায়

ভাসিয়ে সুখের ভেলা ॥


সকাল নামে গাছের পাতায়

শিশির কনা ধুয়ে ধুয়ে ঐ

ছড়িয়ে পড়ে আলোর পাখি

ঘর বাড়ি মাঠ হৃদয় ছুয়ে ঐ

বয়রে হাওয়া নীড় নাচিয়ে

ফুল ফসলের ক্ষেত মাতিয়ে

সুনীল আকাশ গান গেয়ে যায়

রাঙিয়ে গোধুল বেলা ॥

 

বাঁশ বকুলের এ দেশ আমার

তাল তমালের এ দেশ আমার ওগো

জগত সেরা এ দেশ আমার

একটি মহান সবুজ খামার ওগো

তেপান্তরের মাঠ পেরিয়ে

হিজলতলীর ঘাট পেরিয়ে

ঝড়ের আকাশ নেয় উড়িয়ে

খড়ের বিচঞ্চলা ॥


তোমাদের কাছে এসেছি আমি দূরের কন্ঠস্বর - জাইমা নূর । Tomader Kache Eshechi । Jaima Noor
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু - Allahu Allahu Tumi Jalle Jalalu | Jaima Noor
তোমার নামে মধুর গানে লিরিক্স -Tomar Name Modhur Gane -নওশাদ মাহফুজ
হঠাৎ করে জীবন দেওয়া লিরিক্স - Hotat Kore Jibon Deya Lyrics
এখনো আঁধার কাটেনিতো রাত-EKHONO ADHAR by Munaem Billah
খুশির আজ রঙ লেগেছে আকাশে চাদ উঠেছে লিরিক্স
দুঃখের গজল । Osohay Bole । অসহায় বলে । Humaun Kabir Azad । New Islamic Song
এ জীবনে নবী ছাড়া আমি কিছু বুঝিনা- A Jibone Nabi Chara ami kishu bujina
চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদেরই দোলায়-chader buri chorka kate chaderi dolay
রমাদান সুবহানআল্লাহ - Ramadan Subhanallah