তাঁর ভালোবাসা লিরিক্স - Tar Valobasha jodi pete chao Lyrics
কথা: হাসান আখতার
সুর: সাইফুল্লাহ মানছুর
শিল্পী: আফিফা হাসান রাফা
তাঁর ভালবাসা যদি পেতে চাও
তবে মানুষেরে ভালবেসে যাও
প্রেমের পথে তারে পাবে চিরদিন
ভূখা নাঙ্গা অসহায় দুঃখী দীনহীন
তাদের মাঝে তাঁরে খুঁজে পাবে
মনের দুয়ার যদি খুলে দাও॥
তৃষিত জনে দিলে এক ফোটা জল
বাঁচে যদি তাতে কোন দুর্বল
আনন্দ স্রোতধারা যাবে বয়ে
মনের দুয়ার যদি খুলে দাও॥