রক্তমাখা বর্ণমালা লিরিক্স - ROKTOMAKHA BORNOMALA Lyrics
কথা: হেলাল আনওয়ার
সুর: গোলাম মাওলা
পরিবেশনায়: শিশু বিভাগ,সাইমুম
আমার দেশে
ফাগুন আসে রক্ত রাঙা
ফুলের বেশে
সেই ফাগুনের আগুন বুকে
কাঁদে আমার মা
রক্ত মাখা বর্ণ মালা
ভুলতে পারে না।।
এই ফাগুনে ফোটে যখন শাখাভরা ফুল
মায়ের ভাষায় স্বপ্ন আশায় খুশিতে মশগুল
আমি তখন চেয়ে দেখি
জলে ভরা মায়ের আঁখি
শিমুল জবা রক্ত চূড়া
কি সব ছলনা।।
কোমল হাতে শীতল প্রাতে তুলি দুটি হাত
বর্ণমালা আনলো যারা দাও প্রভূ নাজাত।
যারা দিলো মুখের ভাষা
দিলো প্রাণে স্বপ্ন আশা
রাখো সুখে ঐ পারেতে
করি কামনা।।