রক্তমাখা বর্ণমালা লিরিক্স - ROKTOMAKHA BORNOMALA Lyrics

কথা: হেলাল আনওয়ার 

সুর: গোলাম মাওলা

পরিবেশনায়: শিশু বিভাগ,সাইমুম

আমার দেশে

ফাগুন আসে রক্ত রাঙা 

ফুলের বেশে

সেই ফাগুনের আগুন বুকে

কাঁদে আমার মা

রক্ত মাখা বর্ণ মালা

ভুলতে পারে না।।


এই ফাগুনে ফোটে যখন শাখাভরা ফুল

মায়ের ভাষায় স্বপ্ন আশায় খুশিতে মশগুল

আমি তখন চেয়ে দেখি

জলে ভরা মায়ের আঁখি

শিমুল জবা রক্ত চূড়া

কি সব ছলনা।।


কোমল হাতে শীতল প্রাতে তুলি দুটি হাত

বর্ণমালা আনলো যারা দাও প্রভূ নাজাত।

যারা দিলো মুখের ভাষা

দিলো প্রাণে স্বপ্ন আশা

রাখো সুখে ঐ পারেতে

করি কামনা।।

মুসাফির লিরিক্স-Musafir Gojol
বন্ধু ভুলে যেওনা কখনো লিরিক্স- Bondhu Vule Jeyona Kokhono
হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম | Hazar Desher Ei Prithibi lyrics
যদি কেউ তোমার হৃদয় ভেঙে দেয় - Jodi Keu Tomar Hridoy Venge Dei
সুবহানাকা আল্লাহুমা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহুম্মাগফিরলি
ওয়াদা দিয়ে কাজ করেনা Munafiq Song | Islamic Song lyrics
প্রতিটি শিশুই ফুলের কলির মতোই | Swapno Choriye Daw lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে লিরিক্স-Modinar Pothe
কার কতটা ঈমান আছে লিরিক্স -Kar Kotota Iman Ache lyrics
বৃদ্ধাশ্রমে আছি Briddhashram Gojol Sadman Sakib